বড় ম্যাচে নার্ভাস ব্রেকডাউন? সূর্য-শুভমান-শ্রেয়সদের ব্যর্থতাই ডোবাল ভারতকে? https://ift.tt/52OMFXj - MAS News bengali

বড় ম্যাচে নার্ভাস ব্রেকডাউন? সূর্য-শুভমান-শ্রেয়সদের ব্যর্থতাই ডোবাল ভারতকে? https://ift.tt/52OMFXj

শেষ হয়ে গিল একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল শেষ পর্যন্ত হেরেই গেল। এই টুর্নামেন্টে তারা টানা ১০ ম্যাচে জয়লাভ করেছিল। কিন্তু, ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়া ৬ উইকেটে হেরে যায়। প্রসঙ্গত, এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে ভারত এবং অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচে একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্যাচে অবশ্য ভারত জয়লাভ করেছিল। অবশেষে সকলেই একথা বলতে শুরু করেছেন যে অস্ট্রেলিয়া এই বিশ্বকাপে একেবারে কড়ায়-গণ্ডায় হিসেব বুঝে নিয়েছে। কিন্তু, কী কারণে টিম ইন্ডিয়াকে এই ম্যাচ হারতে হল? আসুন, সেটাই দেখে নেওয়া যাক।ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই ভারতীয় দলের অধিকাংশ ক্রিকেটারই একেবারে তরুণ। কেউ কেউ তো আবার প্রথমবার বিশ্বকাপ টুর্নামেন্ট খেলছেন। একমাত্র রোহিত শর্মা এবং বিরাট কোহলি ছাড়া আর কোনও ব্যাটারই সেভাবে অভিজ্ঞ ছিলেন না। তাঁরা যে প্রধানত শুভমান গিল, শ্রেয়স আইয়ার এবং সূর্যকুমার যাদবের দিকে বন্দুক রেখেছেন, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। টুর্নামেন্টের গ্রুপ পর্বে শুভমান এবং শ্রেয়স যথেষ্ট ছন্দে ছিলেন। এই টুর্নামেন্টে শুভমান প্রথম দুটো ম্যাচ ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার কারণে খেলতে পারেননি। কিন্তু, তারপর তিনি বেশ কয়েকটা ম্যাচে ভালো ব্যাটিং পারফরম্যান্স করেছেন। এই টুর্নামেন্টে ৮ ম্যাচে তিনি মোট ৩৫০ রান করেছিলেন। যদিও একটাও শতরান করতে পারেননি। অন্যদিকে শ্রেয়স আইয়ারও ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত ছন্দে। এই টুর্নামেন্টে তিনিও দুর্দান্ত ফর্মে ছিলেন। ফাইনাল ম্যাচের আগে পর্যন্ত তিনি মোট ৫২৬ রান করেন। এরমধ্যে জোড়া শতরান এবং তিনটে হাফসেঞ্চুরি রয়েছে। কিন্তু, ফাইনাল ম্যাচে তাঁরা দুজনেই ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। ফলে, প্রত্যেকেই একথা একবাক্যে স্বীকার করছেন যে অভিজ্ঞতার অভাবে তাঁরা বড় ম্যাচে ব্যর্থ হয়েছেন।তুলনামূলকভাবে পারফরম্যান্সের দিক থেকে কিছুটা হলেও পিছিয়ে ছিলেন সূর্যকুমার যাদব। এই ম্যাচে তিনি অবশ্য ব্যাট হাতে একেবারেই নজর কাড়তে পারেননি। তাও ভারতীয় টিম ম্যানেজমেন্টের আস্থা তাঁর উপরেই ছিল। এমনকী, ভারতীয় ক্রিকেট দলের হেড স্যার রাহুল দ্রাবিড়ও বলেছিলেন, সূর্যকুমারকে তিনি যে কোনও মূল্যে দলে রাখত চাইবেন। আশা করা হয়েছিল যে ফাইনাল ম্যাচে অন্তত সূর্যকে বসিয়ে অশ্বিনকে খেলানো হতে পারে। কিন্তু, শেষপর্যন্ত দলের উইনিং কম্বিনেশন পরিবর্তন করা হয়নি। আর ফাইনালে সূর্য ১৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/5rBvtJD
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads