ত্রাণের জন্য কাতর গাজা, তেষ্টা মেটাচ্ছে দূষিত জল https://ift.tt/xLGAJv6 - MAS News bengali

ত্রাণের জন্য কাতর গাজা, তেষ্টা মেটাচ্ছে দূষিত জল https://ift.tt/xLGAJv6

এই সময়: এ যেন তাড়া খেয়ে পালিয়ে যাওয়া। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক ভিডিয়োতে দেখা গেল, গাজ়ার রাস্তায় সাঁইসাঁই করে ছুটে চলা লক্ষ্য করে দেদার পাথর ছুড়ছেন স্থানীয়রা। হামাসের দাবি, সকালে জোরকদমে হামলায় নামলেও তাদেরই পালটা মারের মুখে এ দিন দুপুরের পরে গাজ়ার মূল ভূখণ্ড ছেড়ে পালাতে বাধ্য হয়েছে ইজ়রায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন আবার তা মানতে নারাজ। তাদের দাবি, লাগাতার চলছে অ্যাসল্ট। ট্যাঙ্ক সরানো হলেও কমব্যাট হেলিকপ্টার, ড্রোন দিয়ে তারা ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে গাজ়ায়। একাধিক শহরতলি থেকে ধুন্ধুমার সংঘর্ষের খবরও মিলেছে। সব মিলিয়ে গাজ়া তাই তিমিরেই। জল-জ্বালানির পাশাপাশি খাবার-ওষুধের জন্যও ছটফট করছে গাজ়া। প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রকের দাবি, এই মুহূর্তে ৫০ হাজারেরও বেশি গর্ভবতী মহিলা এবং প্রায় ৩০ হাজার শিশু বাধ্য হয়ে দূষিত কিংবা সমুদ্রের জলে তেষ্টা মেটাচ্ছে। শিশুদের অধিকার নিয়ে কর্মরত স্বেচ্ছেসেবী সংগঠন 'সেভ দ্য চিল্ড্রেন'-এর দাবি, শিশুমৃত্যুর নিরিখে ২০১৯-এর পরে চলতি বছরই সবচেয়ে ভয়াবহ। গত তিন বছরে সারা বিশ্বে যেখানে যুদ্ধের জেরে গড়ে মোটামুটি আড়াই হাজার শিশুর মৃত্যু হয়েছে, গাজ়ায় তা ছাপিয়ে গিয়েছে গত তিন সপ্তাহেই। ইতিমধ্যেই সংখ্যাটা কমপক্ষে সাড়ে ৩ হাজার বলে দাবি প্যালেস্তাইনের। এখনই যুদ্ধ বন্ধ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছে একাধিক আন্তর্জাতিক সংগঠন।এর মধ্যে আবার ত্রাণের জন্য হাহাকার। কার্যত অবরুদ্ধ গাজ়ার বাসিন্দারা মোটামুটি ত্রাণের উপরই নির্ভরশীল। যুদ্ধ শুরুর আগে সেখানে দিনে ৫০০ ট্রাক ত্রাণ সরবরাহ করা হতো। কিন্তু গাজ়ায় আইডিএফের হামলা শুরুর পর থেকে রবিবার পর্যন্ত মাত্র ৯৪টি ত্রাণের ট্রাক ঢুকেছে বলে খবর। সংখ্যাটা অবিলম্বে বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ব্রিটেনের পিএম ঋষি সুনক-সহ আরও অনেকেই। গাজ়াকে বাঁচাতে এ দিন যুদ্ধ বন্ধের কাতর আর্জি জানিয়েছেন প্যালেস্তাইনের প্রাইম মিনিস্টার মহম্মদ শাতায়ে। নিদেনপক্ষে গাজ়ায় ত্রাণ সরবরাহের জন্য সেফ করিডর গড়ার দাবিও জানিয়েছেন তিনি। তাঁর মতে, হালে যে ২০টি করে রিলিফ ট্রাক আসা শুরু হয়েছে, তা একেবারেই যথেষ্ট নয়। সূত্রের খবর, সোমবার ফের এলাকা ধরে-ধরে ইন্টারনেট এবং মোবাইল কানেকশন ফিরতে শুরু করেছে গাজ়ায়। কিন্তু যুদ্ধ থামার কোনও ইঙ্গিত নেই তিন সপ্তাহ পার করেও। দফায় দফায় গ্রাউন্ড অ্যাসল্টের পাশাপাশি চলছে এয়ার স্ট্রাইকও। এ দিনই নেতানিয়াহু সরকারের এক মুখপাত্র আবার হামাসকে সম্পূর্ণ ভাবে নিকেশের হুমকি দিয়ে বলেন, আগামী দিনে আরও জোরদার হবে হামলা। ইজ়রায়েলের এই আগ্রাসী মনোভাবের জেরে পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতির ভয়াবহ অবনতি হচ্ছে । বিশেষত উত্তর গাজা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। স্থলপথে হামলার ঝাঁঝ আরও বাড়লে গাজ়ায় প্রাণহানি আরও বাড়বে মনে আশঙ্কা করা হচ্ছে। আইডিএফ-কে সবক শেখাতে এ দিনই আবার সারফেস-টু-এয়ার মিসাইল ছুড়েছে লেবাননে সশস্ত্র সংগঠন হেজবোল্লা। হামাসের সঙ্গে এ দিন তারা আরও এক দফা মিটিং করেছে বলেও খবর। এরই মধ্যে খবর- গাজ়ার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল আল-কুদস এলাকার আশপাশে বিমান হানা হঠাৎই বাড়িয়ে দিয়েছে। সূত্রের খবর, হাসপাতালটিতে ৪০০ সঙ্কটাপন্ন রোগী চিকিৎসাধীন। এর পাশাপাশি আবার ২০ হাজারের মতো ভিটেছাড়া প্যালেস্তিনীয় এই হাসপাতাল চত্বরেই মাথা গুঁজে পড়ে রয়েছেন। সপ্তাহখানেক আগেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই হাসপাতাল খালি করতে বলেছিল স্থানীয় রেড ক্রস অফিস। এবার নাকি, আইডিএফ রীতিমতো ফোন করে হাসপাতাল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, সঙ্কটাপন্ন রোগীদের কথা ভাবলে হাসপাতাল খালি করা অসম্ভব। আশ্রিতদেরও সামনেও কোনও ভালো বিকল্প নেই।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/uG2reJ6
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads