মাথায় নেই হেলমেট! সপ্তমীর বিকেলে নিজের জীবন দিয়ে মাশুল গুণল ৩ যুবক https://ift.tt/dSXtQDx - MAS News bengali

মাথায় নেই হেলমেট! সপ্তমীর বিকেলে নিজের জীবন দিয়ে মাশুল গুণল ৩ যুবক https://ift.tt/dSXtQDx

পুজোর মধ্যেই ফের মর্মান্তিক ঘটনা। সপ্তমীর বিকেলে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন বাইক আরোহীর। দুঘটনাটি ঘটেছে ১৬ নম্বর জাতীয় সড়কে খলিসানি কালীতলা ব্রিজের কাছে লেবু তলায়। এখনও পর্যন্ত মৃতদের কারও পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেরাজাপুর থানার পুলিশ। দুর্ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন তিন বাইক আরোহী কলকাতার দিক থেকে কোলাঘাটের দিকে যাচ্ছিল। উল্লেখ্য, তাদের কারো মাথায় হেলমেট ছিল না, অথচ সাংঘাতিক দ্রুত গতিতে চলছিল বাইক। সেই সময় ১৬ নম্বর জাতীয় সড়কের লেবু তলায় একটি ট্যাঙ্কার পথ ভুলে সার্ভিস রোডে ঢোকার জন্য পিছনের দিকে পিছোচ্ছিল। তখন পিছন দিক থেকে বেপরোয়া গতিতে আসা ওই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্করের পিছনে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে আরোহী সমেত বাইকটি ছিটকে পড়ে।উল্লেখ্য, ধাক্কা মারার পর বাইকটি দুমড়ে মুচড়ে যায়‌। বাইকের ৩ আরোহী রাস্তায় ছিটকে পড়ে। মাথায় হেলমেট না থাকায় সাংঘাতিকভাবে আহত হয় তারা। গোটা রাস্তা মুহূর্তের মধ্যে ভরে যায় রক্তের ধারায়। ঘটনাস্থলেই তিন বাইক আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পাওয়ার পর রাজাপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ গুলি উদ্ধার করে উলুবেড়িয়া মেডিকেল কলেজে পাঠায়। তাদের পরিচয় এখনও জানা যায়নি। তাদের পরিচয়ের খোঁজেই পুলিশ সন্ধান চালাচ্ছে। এদিকে এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। বারবার সরকারের তরফে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার, জরিমানা ও নজরদারি বাড়ানো হলেও হেলমেট ছাড়া বাইক চালানোর প্রবণতা মিটছে না। হেলমেট না থাকার কারণেই ভয়ানক আঘাত। তাতেই তাদের মৃত্যু।শুধু সপ্তমী নয়, গতির কারণে আরেকটি । রাতভর ঠাকুর দেখে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে এক পরিবার। বাঁকড়ার বাসিন্দা কার্তিক কুমার গুপ্ত তাঁর স্ত্রী ও দুই ছেলে মেয়েকে নিয়ে গাড়ি করে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। ফেরার পথে বাঁকড়ার হাওড়া আমতা রোডে জাপানি গেট এলাকায় তাদের গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়ি উলটে পাল্টে গেলেও ভিতরে থাকা আরোহীরা অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। তবে আঘাত লেগেছে তাদের।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/04Ksxv6
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads