দেশজুড়ে ১০ লাখ কেজির বেশি মাদক ধ্বংস, NCB-র প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী https://ift.tt/LEJ7FsA - MAS News bengali

দেশজুড়ে ১০ লাখ কেজির বেশি মাদক ধ্বংস, NCB-র প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী https://ift.tt/LEJ7FsA

NCB : লক্ষ্যপূরণ কেন্দ্রের! দিল্লির মাটিতে ২ হাজার ৩৭৮ কোটি মূল্যের ১.৪৪ লাখ কিলোগ্রাম মাদক ধ্বংস করল (NCB)। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মাদক ধ্বংস করা হল বলে জানালেন তিনি। সেই সঙ্গে মাদক নিয়ে তরুণদের মধ্যে সচেতনতার বৃদ্ধির আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার রাজধানীতে ‘মাদক পাচার ও জাতীয় নিরাপত্তা’ বিষয়ক আঞ্চলিক সম্মেলনের সভাপতিত্ব করছিলেন তিনি। সেখানে প্রচুর পরিমাণ মাদক ধ্বংস করার জন্য রাজ্যগুলি এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) কে ধন্যবাদ জানান। সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালদের অনুরূপ পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মতে, মাদকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সর্বাধিক সচেতনতা তৈরি করা প্রয়োজন। যতক্ষণ না আমরা যুবকদের মধ্যে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি না করতে পারি, ততক্ষণ আমরা মাদক বিরোধী লড়াইয়ে জিততে পারব না বলে মনে করিয়ে দেন। এখানে থেমে থাকেননি অমিত শাহ। মাদক বিরোধী অভিযানের চালানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগের প্রশংসা করেন। । বাজেয়াপ্ত করা হয়েছিল। ১.৫২ লাখ কিলোগ্রাম ড্রাগ। ২০১৪ সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর এখনও পর্যন্ত মাদকের বিরুদ্ধে ৩ হাজার ৭০০টি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং অভিযান চালিয়ে ৩.৯৪ লক্ষ কিলোগ্রাম মাদক উদ্ধার করা হয়েছে। মামলা নথিভুক্তকরণ এবং মাদক উদ্ধারের ক্ষেত্রে ১৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছেন। প্রসঙ্গত, এর আগে বেশ কয়েকটি রাজ্যে মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছিল রাজ্য সরকার এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)-এর তরফে। এরমধ্যে মধ্যপ্রদেশে ১.০৩ লক্ষ, অসমে ১ হাজার ৪৮৬ কিলোগ্রাম, চণ্ডীগড়ে ২২৯ কিলোগ্রাম, গোয়ায় ২৫ কিলোগ্রাম, গুজরাটে ৪ হাজার ২৭৭ কিলোগ্রাম মাদক ধ্বংস করা হয়। এছাড়া, মহারাষ্ট্র থেকে ১৫৯ কিলোগ্রাম এবং ত্রিপুরা থেকে ১ হাজার ৮০৩ কিলোগ্রাম এবং উত্তরপ্রদেশ থেকে ৪ হাজার ৪৯ কিলোগ্রাম মাদক উদ্ধার করে ধ্বংস করা হয়েছিল। দিল্লিতে নতুন করে মাদক ধ্বংস হওয়ায়, গত এক বছরে দেশে মোট ধ্বংস করা হল প্রায় ১০ লাখ কেজি মাদক। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ হাজার কোটি টাকা।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today https://ift.tt/0AiuQ2Z
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads