বিনামূল্যে রান্নার গ্যাস, কী ভাবে আবেদন করবেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায়? https://ift.tt/tFIxys2 - MAS News bengali

বিনামূল্যে রান্নার গ্যাস, কী ভাবে আবেদন করবেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায়? https://ift.tt/tFIxys2

দারিদ্র্য সীমার নীচে বসবাসকারীদের সুবিধার জন্য (BPL) কেন্দ্র সরকার চালু করে প্রকল্প। দারিদ্রসীমার নিচে বসবাসকারী মহিলারা যাতে রান্নার জন্য গ্যাস পেতে পারেন সেই জন্য ২০১৬ সালে এই প্রকল্প চালু করে কেন্দ্র সরকার। সম্প্রতি এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার। প্রকল্পের সুবিধা কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা প্রকল্পের অধীনে উপলব্ধ ১২টি গ্যাস সিলিন্ডারে ভর্তুকি দেয়। ভর্তুকির অধীনে, গ্রাহকদের প্রতি এলপিজি সিলিন্ডারে দেওয়া হয় হয় ২০০ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে কেন্দ্রীয় সরকার বিনামূল্যে গ্যাস সংযোগ দেয়। এই সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারেন মহিলারা। এই প্রকল্পের জন্য বাজেটে বরাদ্দ করা হয়েছিল ৫৮১২ কোটি টাকা।কী এই প্রকল্প? কেন্দ্র সরকার উজ্জ্বলা প্রকল্পের আওতায় দেশের একটি বড় অংশের মহিলারদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের সুবিধা নিচ্ছে। তারা যাতে সহজে এবং পরিষ্কার পরিবেশে রান্না করতে পারেন সেইজন্য দেওয়া হচ্ছে এই গ্যাসের সংযোগ। এবার এই প্রকল্পের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এই প্রকল্পে বিনামূল্যে রান্নার গ্যাস এবং ওভেনের সুবিধা ছাড়াও বছরে ১২ সিলিন্ডারে দেওয়া হয় ভর্তুকি। দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী লোকদের এলপিজি গ্যাস সংযোগ দেওয়া ছাড়াও ওই ১২টি সিলিন্ডারে ২০০টাকা করে ভর্তুকি দেওয়া হয়। ২০১৬ সালে চালু করা হয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। ২০২১ সালের অগাস্ট মাসে চালু করা হয় উজ্জ্বলা ২.০। এইজন্য গ্রাহক বা উপভোক্তাদের ১৬০০ টাকা আর্থিক সহায়তা হিসাবে দেওয়া হয়।প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য যোগ্যতাএই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর বয়সর ১৮ বছরের বেশি হতে হবে। ওই পরিবারকে অবশ্যই BPL তালিকাভুক্ত হতে হবে। এই সঙ্গে ওই পরিবারে কারোর নামে এলপিজি সংযোগ থাকলে তিনি এই সুবিধার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। কীভাবে আবেদন?আবেদনকারীকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ওয়েবসাইটে বা দেশের যে কোনও এলপিজি আউটলেটে গিয়ে ফর্ম নিয়ে পূরণ করতে হবে। আবেদনকারীকে নাম, বয়সের মতন তথ্য দিতে হবে। তাঁকে পূরণ করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, আধার কার্ড নম্বর ইত্যাদি। তারপরে ওই ফর্ম জমা দিতে হবে এলপিজি আউটলেটে।প্রয়োজনীয় নথিপত্রআবেদনপত্রর সঙ্গে দিতে হবে পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েতের প্রধান কর্তৃক অনুমোদিত BPL শংসাপত্র, বিপিএল পরিবারের জন্য রেশন কার্ড, ভোটার আইডি/আধার কার্ডের মতো পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today https://ift.tt/mRtT4Pa
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads