ভরসা নৌকা! ২১শে জুলাইয়ের সমাবেশের পথে সুন্দরবনের তৃণমূল সমর্থকরা https://ift.tt/nm4Z2Vx - MAS News bengali

ভরসা নৌকা! ২১শে জুলাইয়ের সমাবেশের পথে সুন্দরবনের তৃণমূল সমর্থকরা https://ift.tt/nm4Z2Vx

কাল কলকাতাতে ২১শে জুলাইয়ের মহাসমাবেশ। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লকে সদ্য পঞ্চায়েত নির্বাচনের ধরাশায়ী হয়েছে বিরোধীরা। একদিকে পঞ্চায়েত নির্বাচনে জয়ের উচ্ছ্বাস, অন্যদিকে ২১শের শহীদ স্মরণে দলে দলে তৃণমূল নেতা কর্মী সমর্থকরা কলকাতা রওনা দিচ্ছেন, সেই ছবি দেখা গেল সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের আমবেরিয়ায়। সমাজসেবী নিশিকান্ত জোয়ারদারের নেতৃত্বে কয়েকশো নেতাকর্মী সমর্থকরা তৃণমূলের দলীয় পতাকা নিয়ে ২১শে জুলাইয়ের ২৪ ঘণ্টা আগে রওনা দিলেন। তাঁদের একটাই উদ্দেশ্য, পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত তৃণমূল কর্মীরা প্রাণ দিয়েছেন, তাঁদের স্মরণ করা। এবার পঞ্চায়েত নির্বাচনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের। পাশাপাশি আক্রান্ত হয়েছেন অনেকেই। সেই শহীদদের স্মরণ করতে শ্রদ্ধাঞ্জলি দিতে তাই সকাল সকাল রওনা দিলেন সুন্দরবনের প্রান্তিক মানুষেরা। অন্যদিকে ছোট কলাকাজি বেদনি রায়মঙ্গল নদী পথে তৃণমূল নেতা কর্মী সমর্থকদের নৌকায় করে মিছিল করে ধামাখালি আসতে দেখা গেল। তারপর সেখান থেকে বাসে করে সোজা ধর্মতলা উদ্দেশ্যে রওনা দিলেন সকলে। সেই ছবিও দেখা গেল। সব মিলিয়ে নিয়ে যে আবেগ অনুভূতি রয়েছে তৃণমূল নেতা কর্মীর সমর্থকদের মধ্যে তারই প্রতিচ্ছবি দেখা গেল নদী ও স্থলপথে। অন্যদিকে স্থলপথে তাঁরা মিছিল করে দলে দলে ট্রেনে ও বাসে উঠে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সব মিলিয়ে ২১শে জুলাইয়ের আগের দিন ধর্মতলা চত্বর গিজগিজ করতে শুরু করেছে পাহাড় থেকে সমতল, জঙ্গলমহল থেকে সুন্দরবনের মানুষে। । পৌঁছতে অনেক দেরি হয়ে যায়। সেই কারণেই আগের দিন যাওয়া। সেই সঙ্গে এত এত মানুষের মিলন মেলায় আগের দিন যাওয়ার আনন্দটাই আলাদা।' এদিকে, ২১শে জুলাইকে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই মেদিনীপুর স্টেশন থেকে ট্রেনে করে রওনা দিচ্ছেন জেলার তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূল কর্মী সমর্থকদের সুবিধার্থে মেদিনীপুর স্টেশনে তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছে ক্যাম্প। পাশাপাশি জিআরপি-র পক্ষ থেকেও কর্মীদের জন্য সহায়তা কেন্দ্র করা হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন বিভিন্ন স্টেশন থেকেও রওনা দিচ্ছেন বলেই জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক প্রদ্যুৎ ঘোষ। যারা ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তাঁদের সুবিধার্থে ক্যাম্প থেকে দেওয়া হচ্ছে টিফিন।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/jvZ0cFL
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads