গাড়ির ধাক্কা খেয়ে নয়, চন্দ্রযানে চাঁদে যান! নগরবাসীকে ট্রাফিক আইন স্মরণ কলকাতা পুলিশের https://ift.tt/aYGSK9l - MAS News bengali

গাড়ির ধাক্কা খেয়ে নয়, চন্দ্রযানে চাঁদে যান! নগরবাসীকে ট্রাফিক আইন স্মরণ কলকাতা পুলিশের https://ift.tt/aYGSK9l

শুক্রে ইতিহাস রচনা করল ভারত। চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশে সফলভাবে যাত্রা করল চন্দ্রযান-৩। ইসরোর বিজ্ঞানীদের ইতিহাস গড়ার প্রাথমিক ধাপ উত্তরণের পরই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। সেই শুভেচ্ছা বার্তার তালিকায় রয়েছে কলকাতা পুলিশের নামও। কিন্তু যেকোনও বিষয়েও নিজস্ব কায়দায় সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশের পোস্ট মন কেড়ে নেয় নেটিজেনদের। সমস্ত ঘটনার সম্পর্কেই পোস্টে ট্রাফিক আইন নিয়ে সতর্কবাণী দিতে ভোলে না উর্দিধারীদের সোশ্যাল মিডিয়া টিম। এবারও তাঁর অন্যথা হয়নি। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া পেজে ফুটে ওঠে একটি অভিনব বার্তা। ইসরোর মহাকাশ বিজ্ঞানীদের এবং গোটা চন্দ্রযান ৩-এর টিমকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করা হয়েছে পুলিশের তরফে। সঙ্গে ট্রাফিক আইনভঙ্গকারীদের জন্য একটি সাবধান বাণী। তাতে লেখা- 'চাঁদে যদি যেতে হয়, চন্দ্রযানেই যান না হয়...'। এর সঙ্গে বেপরোয়াভাবে ট্রাফিক রুল ভেঙে রাস্তা পেরনো লোকের ছবি। অর্থাৎ ট্রাফিক আইন ভেঙে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু অথবা আরও অন্য কোনও ক্ষতির থেকে সাবধান হওয়ার বার্তা দিয়েছে কলকাতা পুলিশ। বার্তা দেখে পোস্টের নীচে কমেন্ট বক্সে নামে প্রতিক্রিয়ার সুনামি। কলকাতা পুলিশের বার্তা দেওয়ার স্টাইলের প্রশংসা করে কেউ লিখেছেন অসাধারণ হোডিং তো কারও আবার ভালো লেগেছে আইডিয়াটা। কেউ আবার মিমি টিমের ভূয়সী প্রশংসা করেছেন। কেউ আবার এতটাই কৌতুক খুঁজে পেয়েছেন এতে যে সরাসরি ক্রিয়েটারকে নোবেল দিতে চাইছেন। রসিক এক নেটিজেন আবার চন্দ্রযানে আসন খুঁজে দেওয়ার আর্জিও জানিয়েছে। উল্লেখ্য, এদিন দুপুর ২টো ৩৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান-৩-কে কোলে নিয়ে মহাকাশে উড়ে গিয়েছে LVM3 রকেট। ১৬ মিনিটেরও কম সময়ে এরপর পৌঁছে যায় পৃথিবীর বাইরের কক্ষপথে। আগামী ২৩ থেকে ২৪ অগাস্ট চন্দ্রপৃষ্টে নামার কথা চন্দ্রায়ন ৩-এর। চন্দ্রযান-২ এর সামান্য একটি ব্যর্থতা ছাড়া বাকি সবই ছিল সফল। সেই অভিজ্ঞতাকে মনে করে অনেকেই চন্দ্রযান অবতরণ না করা অবধি শঙ্কিত। চাঁদের দক্ষিণ মেরুতে অভিযান করা কোনও রোমাঞ্চকর কাজ নয়। চন্দ্রযান-৩ মিশনে সফল হলে চাঁদে অভিযানকারী দেশের মধ্য চতুর্থ হবে ভারত।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today https://ift.tt/fBucXej
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads