'মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই', অকপটে ২১শে জুলাইয়ের শহিদ অসীম দাসের পরিবার https://ift.tt/8L5ZGU0 - MAS News bengali

'মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই', অকপটে ২১শে জুলাইয়ের শহিদ অসীম দাসের পরিবার https://ift.tt/8L5ZGU0

‘নো আইডেন্টি কার্ড, নো ইলেকশন’, হকের দাবিতে আন্দোলনে গিয়ে শহিদ হয়েছিলেন হুগলির অসীম দাস। ১৯৯৩ সালের ২১শে জুলাই, এই দিনটির কথা মনে পড়লেই বুক কেঁপে ওঠে সাহাগঞ্জের দাস পরিবারের। এই দিনেই ছোট ভাই হারিয়েছিল তাঁর মেজ দাদাকে। শুক্রবার কলকাতার ধর্মতলা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরের মতন এই বছরও চুঁচুড়ার সাহাগঞ্জের ঝাঁপপুকুর এলাকায় অসীমের বাড়িতে এসে পৌঁছেছে শহিদ দিবসের আমন্ত্রণপত্র। ১৯৯৩ সালে তখন প্রদেশ যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বে ভোটার কার্ডের দাবিতে হাওড়া থেকে মহাকরণ অভিযান করেছিলেন তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী তথা বর্তমানে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল কিছুটা এগোতেই পুলিশের বাধার মুখে পড়তে হয় সবাইকে। রণক্ষেত্র হয়ে ওঠে কলকাতার রাজপথ। সংঘর্ষে ও পুলিশের গুলিতে ১৩ জনের মৃত্যু ঘটে। তাঁদের মধ্যে একজন হুগলির অসীম। ৩০ বছর আগের স্মৃতি এখনও ভুলতে পারেন না অসীমের ভাই শিবু দাস সহ তার পরিবার। । ভাইয়ের স্মৃতিচারণা করতে গিয়ে দাদা শিবু দাস বলেন, 'তৎকালীন বাম আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভোটার কার্ডের দাবিতে কলকাতার রাজপথে মিছিলে গিয়েছিলাম। তৎকালীন বামফ্রন্ট সরকার নির্বিচারে মিছিলের উপর গুলি চালায়। সেই গুলিতেই মৃত্যু হয় মেজো দাদা অসীম সহ আরও ১২ জনের। সেই সময় আমিও উপস্থিত ছিলাম। কলকাতায় যাতে মিছিল পৌঁছতে না পারে সেজন্য হাওড়া ব্রিজের কাছেই ব্যারিকেড করে আটকে দিয়েছিল পুলিশ। ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গুলি ও লাঠিচার্জ করতে থাকে। ২১শে জুলাইয়ের মহাসমাবেশে প্রতি বছরই আমরা কলকাতায় যাই। এবারও তার অন্যতা হবে না।'। তাঁর আদর্শ মূল্যবোধের রাজনীতি দেখে আমরা কংগ্রেসের যোগদান করেছিলাম। ১৯৯৩ সালে যখন দাদা মারা যান, কয়েক বছর পর নতুন করে একটি রাজনৈতিক দল তৈরি করেন, যার নাম দেন তৃণমূল কংগ্রেস। তখন থেকেই আমরা দিদির সঙ্গে রয়েছি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন, দলের সভানেত্রী থাকবেন, বিকল্প অন্য কিছু চিন্তা করব না। আগামী সময়ে দিদি যতদিন থাকবেন, ততদিন সেই ভাবেই চলবে। দিদি না থাকাকালীন বিকল্প চিন্তা করব। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই। অন্যান্য রাজনৈতিক দলের থেকে পশ্চিমবঙ্গের শহিদ পরিবারগুলিকে মনে রেখেছেন একমাত্র দিদি।'


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/8OMgJ7B
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads