আপ-কংগ্রেস ডুয়েল দাঁড়ি টানল তৃণমূল, মমতাকে পেতে মরিয়া সনিয়ার দল https://ift.tt/6JbB30a - MAS News bengali

আপ-কংগ্রেস ডুয়েল দাঁড়ি টানল তৃণমূল, মমতাকে পেতে মরিয়া সনিয়ার দল https://ift.tt/6JbB30a

এই সময়, নয়াদিল্লি: দুই শিবির থেকে ইঙ্গিত মিলেছিল শনিবারই। আজ, সোমবার বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী দলগুলির বৈঠকের আগে কংগ্রেসের তরফে স্পষ্ট করে দেওয়া হলো, দিল্লি অর্ডিন্যান্স ইস্যুতে তারা সংসদের ভিতরে ও বাইরে আপের পাশে দাঁড়াবে। তার পরপরই আম আদমি পার্টিও জানিয়ে দিল, তারা আজকের বৈঠকে অংশ নেবে। পাটনার বৈঠকে এই ইস্যুতে মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধীদের সঙ্গে যখন টানাপড়েন চলছে, তখন দু'পক্ষের মধ্যে মধ্যস্থতা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তারপরেও দিল্লি অর্ডিন্যান্স নিয়ে কংগ্রেস তাদের অবস্থান পরিষ্কার না-করা পর্যন্ত কেজরিওয়ালের দল বেঙ্গালুরুর বৈঠকে যোগ দেবে কি না, তা যখন ঝুলিয়ে রেখেছিল, তখনও জাতীয় স্তরে সার্বিক বিরোধী ঐক্যের কথা মাথায় রেখে বরফ গলানোর চেষ্টা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলই। বস্তুত, তৃণমূল নেত্রী ও তাঁর দলের প্রথম সারির নেতৃত্ব আপ ও কংগ্রেস--দুই শিবিরের সঙ্গে একটানা যোগাযোগ রেখে চলে দু'পক্ষকেই বেঙ্গালুরু বৈঠকের গুরুত্ব বোঝাতে সক্ষম হন। সোম ও মঙ্গলবার--দু'দিনের বৈঠকে যোগ দিতে আজই মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেঙ্গালুরুতে পৌঁছানোর কথা। বিরোধী দলগুলির প্রতিনিধিদের উদ্দেশে আজ নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন কংগ্রেসের সংসদীয় দলের সভানেত্রী সনিয়া গান্ধী। সেখানেও তৃণমূল নেত্রীকে পেতে অত্যন্ত আগ্রহী এবারের বৈঠকের মূল আয়োজক কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, পায়ে ছোট অস্ত্রোপচারের পরে এখন বেশি হাঁটাহাটি করছেন না মমতা৷ তাই বেঙ্গালুরুতে গেলেও সনিয়া গান্ধীর ডাকা নৈশভোজে তৃণমূল সুপ্রিমোর যোগদান নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে৷ এটা জানার পরেই নড়েচড়ে বসেছে কংগ্রেস শিবির৷ দলীয় সূত্রের খবর, সার্বিক বিরোধী ঐক্যের কথা মাথায় রেখে তৃণমূল নেত্রী যাতে এই নৈশভোজে সামান্য সময়ের জন্য হলেও উপস্থিত থাকেন, তা নিশ্চিত করতে মরিয়া কংগ্রেস নেতৃত্ব৷ সেইমতো তৃণমূল নেতৃত্বকে তাঁরা অনুরোধও করেছেন। বাংলায় পঞ্চায়েত ভোট পর্বে তৃণমূলের সঙ্গে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের প্রবল টানাপড়েন, অধীর চৌধুরী-সহ রাজ্যের কংগ্রেস নেতারা সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করার পরেও জাতীয় রাজনীতিতে বিজেপিকে ঠেকাতে তিনি যে সব বিরোধী দলকে নিয়ে চলতে চাইছেন--সে কথা মমতা বারবারই বুঝিয়েছেন। ২০২৪-এর আগে বিরোধীদের একজোট করার ক্ষেত্রে তৃণমূল নেত্রীর গুরুত্ব বুঝে আজকের নৈশভোজেও তাঁকে পাশে পেতে চাইছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। পরিবর্তিত পরিস্থিতিতে চিকিত্‍সকদের অনুমতি পেলে সেখানে যোগদান করা নিয়ে ভাববেন মমতা, এমনই জানানো হয়েছে তৃণমূল সূত্রে৷ কোনও কারণে তিনি না-যেতে পারলে দলের বাকি দুই প্রতিনিধি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন নৈশভোজে যোগ দেবেন৷আজ সন্ধে ছ'টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত একদফা বৈঠকে বসবেন কংগ্রেস, তৃণমূল, আপ সমেত ২০টি বিরোধী দলের নেতৃত্ব। এখানেই অনুমোদিত হবে মঙ্গলবারের মূল বৈঠকের আলোচ্যসূচি৷ সূত্রের দাবি, ২০২৪-এর রণনীতি তৈরির ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোন কোন ইস্যু নিয়ে আলোচনা করবে বিরোধী দলগুলি, তার খসড়া তৈরির কাজে অগ্রণী ভূমিকা নিয়েছে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে-সহ প্রধান বিরোধী দলগুলি৷ তার আগে আপ-কংগ্রেসের মধ্যে টানাপড়েন মিটে যাওয়ায় বিরোধী শিবির সামগ্রিকভাবে খুশি। এদিন আপের নীতি নির্ধারণ সংক্রান্ত বৈঠক হওয়ার আগে কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল জানান, দিল্লি অর্ডিন্যান্স ইস্যুতে তাঁরা সংসদের ভিতর ও বাইরে আপকে সমর্থন করবেন। তারপরই আপের জাতীয় মুখপাত্র রাঘব চাড্ডা টুইটে লেখেন, 'কংগ্রেস দিল্লি অর্ডিন্যান্সের দ্ব্যর্থহীন বিরোধিতা করার কথা ঘোষণা করেছে। এটা একটা ইতিবাচক উন্নয়ন।' বেঙ্গালুরুর বৈঠকে তারা যোগ দেবে বলেও জানিয়ে দেয় আপ। শনিবার কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশ যখন সাংবাদিক বৈঠকে নির্দিষ্ট কোনও ইস্যুর কথা উল্লেখ না-করে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মোদী সরকার বিরোধী অবস্থানের কথা জানিয়েছিলেন, তখন বেশ ক্ষুব্ধই হয়েছিল কেজরির দল৷ অর্ডিন্যান্স ইস্যুর বিরোধিতায় কংগ্রেসের সদিচ্ছা নিয়েও আকারে ইঙ্গিতে প্রশ্ন তোলা হয় আপের তরফে৷ বেঙ্গালুরু বৈঠকের আগে শেষ মুহূর্তে টানাপড়েন দূর করতে আসরে নামেন তৃণমূল নেতৃত্ব৷ সূত্রের দাবি, এর পরেই তৃণমূলের মধ্যস্থতায় ত্রিপাক্ষিক আলোচনায় স্থির হয়, রবিবার কংগ্রেসের তরফে দিল্লি অর্ডিন্যান্স ইস্যু নিয়ে সুস্পষ্ট ভাবে সরকার বিরোধী অবস্থানের কথা ঘোষণা করা হবে৷ তাতেই যাবতীয় জটিলতার অবসান হয়।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today https://ift.tt/BRbzL0t
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads