শবমরত পন করছ জল! চমকপরদ ঘটনয হইচই অণডলর মনদর https://ift.tt/0VLyKaJ - MAS News bengali

শবমরত পন করছ জল! চমকপরদ ঘটনয হইচই অণডলর মনদর https://ift.tt/0VLyKaJ

: পাথরের শিবমূর্তি ও পাশেই নন্দী মহারাজের মূর্তি। মুখের সামনে চামচ করে জল ধরলেই নিমেষে উধাও হচ্ছে জল। ঘটনার খবর চাউর হতেই মন্দির চত্বরে ভক্তের ভিড়। ঘটনাটি দুর্গাপুরের অণ্ডাল থানার অন্তর্গত মধুসূদনপুর কোলিয়ারি এলাকার শিব মন্দিরের।রবিবার বেলা বারোটা নাগাদ হঠাৎ শিব মন্দিরে পুজো দিতে আসেন এক ভক্ত। তিনি লক্ষ্য করেন, নন্দী মহারাজের মুখের সামনে জল ধরতে নেমে এসেই উধাও হচ্ছে জল। পাশেই রয়েছে ভগবান শিবের পাথরের মূর্তি। ভগবান শিবের মুখের কাছে জল ধরতেই উধাও সেই জল।ভগবান শিব এবং নন্দীমালা জল পান করছেন। খবর জানাজানি হতেই মন্দির চত্বরে লেগেছে ভক্তের ভিড়। শুরু হয়েছে পুজো অর্চনা। এর পিছনে কি বৈজ্ঞানিক কারণ আছে? জানা নেই কারও। তবে ভগবান শিব ও নন্দী মহারাজ জল পান করছেন এটা সত্য, এমনটাই মনে করছেন এলাকার বহু মানুষ। মধুসূদনপুর কোলিয়ারই এলাকার হৃদয়রাম করছে। দুপুর থেকেই প্রচুর ভক্ত মন্দির চত্বরে এসেছি চর্চা শুরু করেছেন। তিনি মনে করেন এটা আর শিব যুগের প্রতি অগ্রসর হওয়ার বার্তা ভগবান শিবের।কিছুদিন আগেই মহারাষ্ট্র থেকে এরকম একটি খবর উঠে আসে। মহারাষ্ট্রের বেশ কিছু জায়গায় নন্দীর মূর্তির সামনে দুধের চামচ নিয়ে হলে মূর্তি দুধপান করে নিচ্ছে। এরকম বেশ কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়তে শুরু করে সামাজিক মাধ্যমে। চন্দ্রপুর, নাগরপুর, অমরাবতী, ঔরঙাবাদ সহ একাধিক শহরে এই ঘটনা লক্ষ্য করা যায়। তবে এই সংক্রান্ত গণেশের মূর্তির দুধপান করার ঘটনা সকলেরই জানা। ১৯৯৫ সালে দক্ষিণ দিল্লির একটি মন্দিরে গণেশ দুধ পান করছে বলে খবর ছড়িয়ে পড়ে। মন্দিরের এক উপাসক গণেশ মূর্তির সামনে দুধের পাত্র নিয়ে গেলে মুহুর্তের মধ্যে উবে যাচ্ছিল দুধ। বলা যায়, মূর্তির ভেতরে চলে যাচ্ছিল সেই দুধ। এই ঘটনার খবর হু হু করে ছড়িয়ে পড়ে গোটা দেশ।গোটা দেশ জুড়ে বিষয়টি নিয়ে হইচই পড়ে যায় মানুষের মধ্যে। এমনকি এই ঘটনা রটে যাওয়ার পর এক ধাক্কায় দুধের বিক্রি অনেকটা বেড়ে যায়। হিন্দু ধর্মাবলম্বী মানুষ অনেক জায়গাতেই গণেশ মূর্তিতে দুধ পান করানোর প্রয়াস করতে থাকেন। এই ঘটনার ধর্মীয়, রাজনৈতিক প্রভাব পড়তে শুরু করে গোটা দেশ জুড়ে।


from Bengali News, আজকের বাংলা খবর, পঞ্চায়েত ভোট রেজাল্ট, News in Bangla, Bengali News Live Today, বাংলা সংবাদ https://ift.tt/5P7GAxM
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads