'কোন অপরাধীকে ছাড়া হবে না', গোলাঘাটে খুনের ঘটনায় মন্তব্য অসমের মুখ্যমন্ত্রীর https://ift.tt/0kdaCyo - MAS News bengali

'কোন অপরাধীকে ছাড়া হবে না', গোলাঘাটে খুনের ঘটনায় মন্তব্য অসমের মুখ্যমন্ত্রীর https://ift.tt/0kdaCyo

গোলাঘাটে খুনের ঘটনায় অভিযুক্তর কঠিনতম শাস্তি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিলেন হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার গোলাঘাটের হিন্দু স্কুল রোডে স্ত্রী, শ্বশুর এবং শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। পরে নাজিবুর রহমান নামের ওই ব্যক্তি তাঁর ন মাসের সন্তানকে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। বুধবার ওই পরিবারের সঙ্গে দেখা করেন অসমের মুখ্যমন্ত্রী। এদিন গোলাঘাটে গিয়ে ওই পরিবারের সদস্যদের সব ধরনের সাহায্য করার প্রতিশ্রুতিও দেন তিনি। অসমের মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনায় উপযুক্ত তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তি যাতে কঠিনতম শাস্তি পায় তা দেখা হবেও জানান তিনি। একই সঙ্গে এদিন টুইট করে অসমে মুখ্যমন্ত্রী লেখেন, 'আমাদের রাজ্যে অপরাধের কোন জায়গা নেই। সে নাজিবুর রহমান হোক বা অন্য কেউ, কাউকে ছাড়া হবে না। আমাদের নীতি পরিষ্কার। কোন অপরাধীকে ছাড়া হবে না। তাকে বিচারের আওতায় আসতেই হবে।'উল্লেখ্য, স্ত্রী সংঘমিত্রা ঘোষ, তাঁর বাবা সঞ্জীব ঘোষ এবং মা জুনু ঘোষকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ ওঠে নাজিবুরের বিরুদ্ধে। পারবারিক অশান্তির জেরেই এই খুনের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। , 'এই ঘটনা অন্যগুলির থেকে আলাদা। এমনকি সংঘমিত্রার বোন অঙ্কিতা আমাদেরকে জানিয়েছে যে তাকেও মারধর করা হয়। এই নিয়ে সে আমাকে চিঠি দিয়েওছিল। সাধারণত আমি এই রকম অনেক চিঠি পাই। কিন্তু এই চিঠি আমি পাইনি।'লকডাউনের সময়ে নাজিবুরের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সংঘমিত্রার। দুজনের মধ্যে ফেসবুকে আলাপ হয়। পরে বাড়ি থেকে কলকাতা পালিয়ে গিয়ে নাজিবুরকে বিয়ে করেন সংঘমিত্রা। এই নিয়ে তাঁর বাবা থানায় অভিযোগ জানিয়েছিলেন। পরে স্বামীর সঙ্গে ফিরে আসার পরে বাবার বাড়িতেই থাকতেন সংঘমিত্রা। সেখানেই তাঁকে হত্যা করা হয়। অসমের মুখ্যমন্ত্রী বলেন, 'নাজিবুরের ভাই এবং মা এর সঙ্গে যুক্ত কী না তা আমি এখনই বলতে পারব না। নাজিবুর পুলিশের কাছে খুনের ঘটনা স্বীকার করেছে। আমার মনে হয় পুলিশের উচিত এই স্বীকারোক্তির বাইরে গিয়েও তদন্ত করে দেখা।'এদিকে অসম পুলিশের ডিজি জিপি সিং জানান, তারা পুরো ঘটনা খতিয়ে দেখছেন। তিনি জানান, সব দিক খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে। এই ঘটনার তদন্তভার সিআইডিকে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/yxXaOST
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads