Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/UgIAJTp
কয়েক মুহূর্তের অসাবধানতাতেই মৃত্যু! পথ দুর্ঘটনা নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট https://ift.tt/UZM1IYd

গন্তব্যে পৌঁছনোর তাড়ায় ট্রাফিক সিগন্যাল উপেক্ষা করেই দৌড়। কয়েক মুহূর্তের অসাবধানতা, আর ব্যস! ঘটে যেতে পারে চরম পরিণতি। একটি সমীক্ষা রিপোর্ট বলছে, দেশে সর্বাধিক ঘটে রাস্তা পার হওয়ার সময়ই।
রাস্তা পার করার সময়ই অধিকাংশ দুর্ঘটনা
বশ নামে একটি টেকনোলজি সংস্থার সাম্প্রতিক সমীক্ষা রিপোর্ট বলছে, প্রত্যেক দ্বিতীয় দুর্ঘটনাগ্রস্ত পথযাত্রী ভারতে রাস্তা পার করতে গিয়েই বিপত্তি ডেকে আনেন। ১২ শতাংশ পথ দুর্ঘটনা ঘটে যখন পথচারী রাস্তার একেবারে মাঝখানে চলে আসেন। আর যে সমস্ত রাস্তায় ডিভাইডার থাকে না, পথচারীরা রাস্তার মাঝখানে চলে আসে তারপর ট্রাফিক সিগন্যাল সবুজ হলেই থতমত খেয়ে দাঁড়িয়ে পড়েন।সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য
সমীক্ষায় আরও দেখা গিয়েছে, ভারতের প্রায় সমস্ত গ্রামীণ এবং জেলা সড়কে কোনও ডিভাইডার নেই। এমনকী, অধিকাংশ রাজ্য হাইওয়ে এবং শহুরে রাস্তাতেই ডিভাইডার থাকে না। পাশ্চাত্যের দেশগুলিতে পথচারী রাস্তায় মাঝে চলে এলে গাড়ি চালক থেমে গিয়ে তাঁকে যেতে দেন। ভারতের ক্ষেত্রে ঠিক উলটো। এখানে গাড়ি চলে এলে পথচারীই থেমে যান রাস্তার মাঝে। রোড অ্যাক্সিডেন্ট স্যাম্পেলিং সিস্টেম অফ ইন্ডিয়ার (RASSI) থেকে পাওয়া ৬ হাজার ৩০০টি পথ দুর্ঘটনার উপর ভিত্তি করে এই সমীক্ষা রিপোর্ট তৈরি করেছে বশ সংস্থাটি। যে রিপোর্টে ধরা পড়েছে ভারতের রাস্তা পথচারীদের জন্য যথেষ্ট সুরক্ষিত নয়। পাশাপাশি পথচারীদেরও রাস্তা পার করার সম্মক জ্ঞান নেই। বেসরকারি সংস্থার এই রিপোর্টে আরও জানা গিয়েছে, সবচেয়ে বেশি গাড়ির ধাক্কাতেই (৩০%) পথচারীদের দুর্ঘটনা ঘটে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মোটরবাইক (২৪%)। এরপর বাস (২১%) এবং ট্রাক (২২%)। গ্রামীণ সড়কের ক্ষেত্রে প্রতি দ্বিতীয় পথ দুর্ঘটনায় একজন করে পথচারীর মৃত্যু হয়। শহরতলী এলাকায় এই পরিসংখ্যান সামান্য কম।দোষ কার? পথচারী না গাড়ি চালকের?
এ ছাড়াও সমীক্ষা রিপোর্টে জানা গিয়েছে, ৯৯ শতাংশ পথচারীর আহত হওয়ার আশঙ্কা থাকে। ২০২১ সালে ২৯ হাজার ২০০ জন পথ দুর্ঘটনার বলি হয়েছেন। ভারতের এই সংখ্যা গোটা জাপান এবং ইউরোপিয়ান ইউনিয়ের থেকেও বেশি। এই দুর্ঘটনাগুলির ক্ষেত্রে ৯০ শতাংশই পথচারীদের দোষ থাকে বলে উল্লেখ করা হয়েছে বশের সমীক্ষা রিপোর্টে। তবে এমনটা নয় যে চালকরা নির্দোষ। ওভারটেক, সিগন্যাল ভাঙা, ভুল লেন কিংবা ওয়ান ওয়ে রাস্তায় গাড়ি ঢুকিয়ে দেওয়ার মতো একাধিক ট্রাফিক রুল ব্রেকের অভিযোগ রয়েছে চালকদের বিরুদ্ধেও।from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/UgIAJTp
Leave Comments
Post a Comment