Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/6XZCoad
উচ্চ প্রাথমিকে নিয়োগ চেয়ে ধুন্ধুমার সল্টলেকে https://ift.tt/7XKo3Mh

এই সময়: সাত বছর ধরে শূন্য উচ্চ প্রাথমিকের ১৪,৩৩৯ পদে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে সোমবার এসএসসি ভবন অভিযান করেন চাকরিপ্রার্থীরা। আর সেখানে বাঁধে ধুন্ধুমার। পরিস্থিতি সামাল দিতে কমব্যাট ফোর্স ও র্যাফ নামায় পুলিশ। এ দিন চারটি আলাদা আলাদা দলে ভাগ হয়ে সল্টলেকে আন্দোলনে সামিল হয়েছিলেন একই নিয়োগে দু'বার ধরে ইন্টারভিউ দিয়েও চাকরি না পাওয়া প্রার্থীরা। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড ও পোস্টার। প্রথম দলে শতাধিক প্রার্থী করুণাময়ী মেট্রো স্টেশনে বেলা সাড়ে ১২টায় জড়ো হয়ে কমিশন অফিসের দিকে মিছিল করে কিছুটা এগোতেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের আটকায়। একই সময়ে দ্বিতীয় দলের সাড়ে ৩০০-রও বেশি প্রার্থী সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে জড়ো হন। সেখানে পুলিশ বাধা দিলে, প্রার্থীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখান। আটক করা হয় শতাধিক চাকরিপ্রার্থীকে। তৃতীয় দলে আরও শতাধিক চাকরিপ্রার্থী দেড়টার সময়ে মেট্রো স্টেশনে জড়ো হতেই পুলিশ তাঁদের আটক করে। চতুর্থ ভাগে প্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনের গেটে পৌঁছে কালো কাপড় বেঁধে ওখানেই বসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। তাঁদেরও আটক করা হয়। টেনে-হিঁচড়ে চাকরিপ্রার্থীদের প্রিজন ভ্যানে তোলা হয় বলে অভিযোগ। পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তিও হয় তাঁদের। সূত্রের খবর, এই সময় কয়েকজন চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েন। নিউ টাউন, পূর্ব বিধাননগর, উত্তর বিধাননগর এবং ইলেকট্রনিক থানায় বহু প্রার্থীকে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। এক বিক্ষোভকারীর কথায়, 'আমরা ন'বছর ধরে বঞ্চিত। কমিশনের লাগাতার ভুলভ্রান্তির কারণে আমাদের এই অবস্থা।' প্রশাসনের সহযোগিতায় বিকেল পৌনে পাঁচটা নাগাদ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করেন সুশান্ত ঘোষ-সহ তিন প্রতিনিধি। তাঁদের দাবি, চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন, ১১ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি রয়েছে। সেদিন মেধা তালিকা জমা করা হবে। আদালত মেধা তালিকা প্রকাশের অনুমতি দিলেই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রয়োজনে প্রার্থীদের ওএমআর শিটও আপলোড করা হবে।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/6XZCoad
Leave Comments
Post a Comment