Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/HaK3tkI
মে মাসে তুষারপাত! ভিড় বাড়ছে নাথুলায় https://ift.tt/pbVSRXq

এই সময়, শিলিগুড়ি: মে মাসে তুষারপাত! একটু অস্বাভাবিক শোনালেও রবিবার এমনই কাণ্ড ঘটেছে সিকিমের নাথুলা, ছাঙ্গু ও জুলুকে। পশ্চিমি ঝঞ্ঝার জেরে রবিবার বিকেলে আচমকাই গোটা সিকিম জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। একই সঙ্গে ছাঙ্গু ও নাথুলায় তুষারপাতের জেরে চারিদিক ঢেকে যায়। গরমের মরশুম বলেই ছাঙ্গু ও নাথুলা এখন পর্যটকে ভর্তি। আচমকা শুরু হওয়া তুষারপাতের জেরে প্রায় সাতশো পর্যটক আটকে পড়েন। তাঁদের সেনা জওয়ানরা রাতে আশ্রয় দেয়। সোমবার সকালে তাঁরা গ্যাংটকে ফেরেন। এ বছর ডিসেম্বর, জানুয়ারি মাসে তুষারপাতের ছিটেফোঁটা ছিল না পাহাড়ে। মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে তুষারপাত শুরু হয়। অধিকাংশ ক্ষেত্রেই বিকেলের দিকে তুষারপাতের ফলে পর্যটকেরা আটকা পড়েন। তাঁদের উদ্ধারে এগিয়ে আসতে হয় সেনা জওয়ানদের। মে মাসেও তুষারপাতের জেরে সিকিমে পর্যটকদের ঢল বাড়ছে। সকলেই ছাঙ্গু, নাথুলা দিয়ে তুষারপাত চাক্ষুষ করতে চান। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, 'মে মাসে তুষারপাতের খবর আমাদের পর্যটন ব্যবসার জন্য অবশ্যই সুখবর। তবে অতীতে কখনও মে মাসে তুষারপাত হয়েছে বলে শুনিনি।' কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সোমবারও রাতের দিকে ছাঙ্গু এবং নাথুলায় তুষারপাত হতে পারে। একই পরিস্থিতি দেখা যেতে পারে মঙ্গলবারও। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের গ্যাংটক শাখার আধিকারিক গোপীনাথ রাহা বলেন, 'আসলে পশ্চিমি ঝঞ্ঝার জেরেই এমনটা ঘটছে। গোটা সিকিম জুড়ে গত কয়েকদিন ধরে বিকেলের পরে বৃষ্টিপাত হচ্ছে। হিমালয়ের উপরের দিকে তুষারপাত হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি চলবে। বুধবার থেকে সিকিমেও তাপমাত্রা বাড়বে।'
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/HaK3tkI
Leave Comments
Post a Comment