Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/DxcL1jw
ফের ভুয়ো সার্টিফিকেট নিয়ে ইন্টারভিউ, নথি যাচাইয়ের সময়েই ধৃত ১ https://ift.tt/2qGodxn

: পুরুলিয়া জেলার চাকরি প্রার্থীদের ইন্টারভিউ চলাকালীন ফের ফেক সার্টিফিকেট নিয়ে ধৃত এক। ধরা পড়ার পর তাঁকে বিধান নগর পূর্ব থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। নথি যাচাইয়ের সময় সন্দেহ হওয়াতে তাঁকে আটক করেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় একজনকে। এই নিয়ে এখনও পর্যন্ত মোট পাঁচজন ভুয়ো চাকরি প্রার্থী ধরা পড়ল। আগামীকাল মঙ্গলবার ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। এই বিষয়ে ডেপুটি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডঃ পার্থ কর্মকার জানান, "আজ পুরুলিয়া জেলার প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল। ক্যান্ডিডেটের নাম দীনবন্ধু পাত্র। বাড়ি বাঁকুড়া জেলার রায়পুর ব্লকের লুরকা গ্রাম। ওখান থেকে ক্যান্ডিডেট এসেছিল। ডিপ্লোমা এলিমেন্টারি ইন সার্টিফিকেট এখানে ভেরিফিকেশন টেবিলে জমা দিয়েছিল। আমাদের যারা অফিসার আছেন তাদের প্রথমেই দেখে মনে হয়েছে সার্টিফিকেটটা ঠিক নয়, এটা ভুয়ো। তারপর আমরা পিটিটিআই যে সেকশন আছে সেখানে সার্টিফিকেটটা দেখাই। দেখা যায় সার্টিফিকেটটাই ভুয়ো।"তিনি আরও বলেন, "এখনও পর্যন্ত পাঁচজনকে ধরা হয়েছে। আগে চার জন আর আজকে একজন। আজকে যে সার্টিফিকেট তাতে নাম দেখা যাচ্ছে চিত্তরঞ্জন কলেজ অফ এডুকেশন দক্ষিণ দিনাজপুর জেলার। এদিকে ক্যান্ডিডেটের বাড়ি বাঁকুড়া জেলায়। আজ ইন্টারভিউ চলছে পুরুলিয়া জেলার জন্য। ২০১৭- ২০১৯ শিক্ষাবর্ষের সার্টিফিকেটটা দেখলাম। সার্টিফিকেট যে লোগোটা লাগিয়েছে সেটাও ভুয়ো। যে ফন্টে সার্টিফিকেট হয় সেই ফন্টগুলোও মিলছে না। মার্কস পেয়েছে ১৪০০ এর মধ্যে ১১৯৮ নম্বর। ফার্স্ট ডিভিশন মার্কস।" এরপর তিনি বলেন, "আমরা বিধাননগর ইস্ট থানাকে ইনফর্ম করেছি। এফআইআর করেছি। তারা নিজেরাই বুঝতে পারছে কিভাবে পেয়েছে সার্টিফিকেট। সেটা জেনে তাদেরই নিজেদের আসা উচিত না। এই ব্যাপারে তদন্ত তো পুলিশ করবে। আমরা পুলিশের উপর ছেড়ে দিয়েছি।" এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগে । ভুয়ো সার্টিফিকেট সহ তাদের হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন প্রাথমিক শিক্ষক পর্ষদের কর্তারা। পর্ষদ সূত্রে খবর, নথি যাচাইয়ের সময় সন্দেহ হয়। এরপরই ইন্টারভিউ দিতে আসা ওই দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর পর্ষদ অফিস থেকে খবর যায় বিধাননগর পূর্ব থানায়। পুলিশ এসে দুই ভুয়ো চাকরি পরীক্ষার্থীকে গ্রেফতার করে নিয়ে যায়।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/DxcL1jw
Leave Comments
Post a Comment