Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/s3Q7IOW
নীতীশ-রাসেলের দুরন্ত ব্যাটিং, প্লে-অফের আশা জিইয়ে জয় কলকাতার https://ift.tt/MVHtGao

প্রথম পর্বের লড়াইয়ে পঞ্জাব কিংসের কাছে হার দিয়ে আইপিএল অভিযান শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় পর্বের ম্যাচ নাইটদের কাছে যেমন ছিল প্রতিশোধের, তেমনই প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখারও। প্রতিশোধের ম্যাচে দারুণভাবে জ্বলে উঠল নাইট রাইডার্স। পঞ্জাব কিংসকে ৫ উইকেটে হারিয়ে প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখল নীতীশ রানার দল। শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে নাইটকে নাটকীয় জয় এনে দেন রিঙ্কু সিং। প্রথমে ব্যাট করে নাইটদের সামনে ১৭৯/৭ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল পঞ্জাব কিংস। জবাবে ১৮২/৫ তুলে ম্যাচ জিতে নেয় নাইটরা।জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্য যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল নাইট রাইডার্সের কাছে। কারণ ইডেনের এই বাইশ গজে রান তোলা কঠিন ছিল। ম্যাচ যত এগিয়েছে, উইকেট মন্থর হয়েছে। যদিও ভালো শুরু করেছিলেন নাইটদের দুই ওপেনার জেসন রয় ও রহমানুল্লাহ গুরবাজ। ওপেনিং জুটিতে ওঠে ৩৮। পঞ্চম ওভারে গুরবাজকে (১২ বলে ১৫) তুলে নেন নাথান এলিস। এরপর ২৪ বলে ৩৮ রান করে আউট হন জেসন রয়৬৪ রানে ২ উইকেট হারায় নাইটরা। নীতীশ রানা ও ভেঙ্কটেশ আয়ার জুটি দলকে টানছিলেন। ১৪ তম ওভারে রাহুল চাহারের বলে আউট হন ভেঙ্কটেশ আয়ার (১৩ বলে ১১)। এক ওভার পরেই নীতীশ রানাকেও তুলে নেন রাহুল চাহার। ৩৮ বলে ৫১ রান করে আউট হন নীতীশ। তিনি আউট হতেই চাপে পড়ে যায় নাইট রাইডার্স। শেষ দিকে দুরন্ত ব্যাটিং করে চাপ কাটিয়ে দলকে জয়ের কাছে পৌঁছে দেন আন্দ্রে রাসেল। ২৩ বলে ৪২ করে রান আউট হন তিনি। শেষ বলে ২ রান দরকার ছিল নাইটদের। অর্শদীপের বলে ৪ মেরে দলকে জেতান রিঙ্কু সিং। ১০ বলে ২১ রানে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। ২৩ বলে ২ উইকেট নেন রাহুল চাহার। টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান। দ্বিতীয় ওভারেই প্রভসিমরণ সিংকে (৮ বলে ১২) তুলে নেন হর্ষিত রানা। তিন নম্বরে নামা ভানুকা রাজাপক্ষেও (০) ব্যর্থ। তিনিও হর্ষিত রানার শিকার। ভাল শুরু করেছিলেন লিয়াম লিভিংস্টোন (৯ বলে ১৫)। তাঁকে তুলে নেন বরুণ চক্রবর্তী। পাওয়ার প্লে–র ৬ ওভারে ৫৮/৩ তোলে পঞ্জাব। এরপর দলকে টেনে নিয়ে যান অধিনায়ক শিখর ধাওয়ান ও জিতেশ শর্মা। ১৩ তম ওভারে জিতেশ শর্মাকে (১৮ বলে ২১) তুলে নিয়ে জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী। ৪১ বলে ৫০ রান পূর্ণ করেন শিখর ধাওয়ান। শেষ পর্যন্ত নীতীশ রানার বলে আউট হন তিনি। ৪৭ বলে ৫৭ রান করেন ধাওয়ান। এরপর দ্রুত ফিরে যান ঋষি ধাওয়ান (১১ বলে ১৯) ও সাম কারেন (৯ বলে ৪)। শেষ ওভারে ঝড় তুলে পঞ্জাবকে ১৭৯/৭ রানে পৌঁছে দেন শাহরুখ খান (৮ বলে ২১) ও হরপ্রীত ব্রার (৯ বলে অপরাজিত ১৭)। ২৬ রানে ৩ উইকেট তুলে নেন বরুণ চক্রবর্তী। ৩৩ রানে ২ উইকেট নেন হর্ষিত রানা।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/s3Q7IOW
Previous article
Next article
Leave Comments
Post a Comment