হুগলি সমবায় সমিতিতে বড় জয় বামেদের, খাতা খুলতে পারল না TMC-BJP https://ift.tt/yUaHGxJ - MAS News bengali

হুগলি সমবায় সমিতিতে বড় জয় বামেদের, খাতা খুলতে পারল না TMC-BJP https://ift.tt/yUaHGxJ

: পঞ্চায়েত নির্বাচনের আগে হুগলিতে সমবায় নির্বাচনে বড়সড় জয় পেল বামেরা। খাতাই খুলতে পারল না তৃণমূল ও বিজেপি। রবিবার হুগলি জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের অন্তর্ভুক্ত হুগলি ডিস্ট্রিক্ট সেটেলমেন্ট এমপ্লইজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টর নির্বাচনে জয়ী হয় বামেরা। রাজ্য কো অর্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গ সেটেলমেন্ট কর্মচারী সমিতি ও পশ্চিমবঙ্গ গ্রামীণ ভূমি সংস্কার কর্মচারী সমিতির যৌথ মনোনীত বাম প্রার্থীরা তৃণমূল কংগ্রেস সমর্থিত কর্মচারী ইউনিয়নের প্রার্থীদের বিপুল ভোটে পরাজিত করে। ১২ টি আসনের মধ্যে সবকটিতেই জয়লাভ করেছেন বাম সমর্থিত প্রার্থীরা। এই নির্বাচনে একটি আসনও পায়নি শাসক দল তৃণমূল। অন্যদিক, বিজেপি এখানে কোনও প্রার্থী দেয়নি। সামনেই পঞ্চায়েত ভোট আর তার আগে এই জয় বাড়তি অক্সিজেন যোগাবে বামেদের বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্য কো-অডিেশন কমিটির হুগলি জেলা সম্পাদক সুশান্ত কুমার বন্দ্যোপাধ্যায় জানান, ভূমি সংস্কার দফতরের অভ্যন্তরে কর্মচারী সমবায় হুগলি ডিস্ট্রিক্ট সেটেলমেন্ট ইমপ্লাইজ ক্রেডিট সোসাইটি লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টর নির্বাচিত হয়। প্রগতিশীল বাম প্রার্থীদের সমর্থনে জোরদার প্রচার করে পশ্চিমবঙ্গ সেটেলমেন্ট কর্মচারী সমিতি এবং পশ্চিমবঙ্গ গ্রামীণ ভূমি সংস্কার কর্মচারী সমিতি। এই নির্বাচনে শাসকদলের পক্ষ থেকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম কুৎসা, অপপ্রচার ও বিগত বোড সম্পর্কে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছিল। সমস্ত কুৎসা অপপ্রচারের জবাব মানুষ নির্বাচনের মাধ্যমে দিয়েছে।" বাম সমর্থিত কর্মচারীদের কথায়, মূলত মহার্ঘ্য ভাতার দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলনকে কলকাতা ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন। এমনকি ২০১১ সালের আগে যাঁরা চাকরি পেয়েছে তাঁদের চিরকুটের মাধ্যমে চাকরি পেয়েছেন বলেও আক্রমণ করেছেন। মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন তা সম্পূর্ণ ভুল। আমরা নিজেদের যোগ্যতায় পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি। সরকারি কর্মচারীরা দুয়ারে সরকার, কন্যাশ্রী, যুবশ্রী প্রকল্পে সরকারি কর্মচারীরাই কাজ করে। অথচ আমরা যখন ডিএর দাবিতে আন্দোলন করি তখন আমাদের কুৎসিত ভাষায় আক্রমণ করা হয়। এই নির্বাচনের মাধ্যমে মানুষ ক্ষোভের প্রতিফলন দিয়েছে। বারোটার মধ্যে বারোটি আসেনি বাম প্রার্থীরা জয়লাভ করেছে। এদিন জয়লাভের পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বাম সমর্থিত কর্মচারীরা। উল্লেখ্য, কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুর জেলায় পাঁশকুড়ার যশোড়া কো-অপারেটিভ সোসাইটির ভোটে এককভাবে জেতে সিপিএম। ৯ আসনের মধ্যেই ৫টি জিতলেন সিপিএম প্রার্থীরা। বাকি ৪ আসন গেল তৃণমূলের দখলে। একের পর এক সমবায় নির্বাচনে জয়লাভ পঞ্চায়েত নির্বাচনের আগে বাম শিবিরকে অনেকটাই চাঙ্গা করবে বলে মনে করছেন তাঁরা।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/AdIOFEK
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads