আশঙ্কা সত্যি করে দাম বাড়ল আলুরও, কিনতে খরচ কত? জেনে নিন https://ift.tt/wW7pFyl - MAS News bengali

আশঙ্কা সত্যি করে দাম বাড়ল আলুরও, কিনতে খরচ কত? জেনে নিন https://ift.tt/wW7pFyl

শীতকালে কলকাতা তথা জেলায় রেকর্ড পরিমাণে সস্তা হয়েছিল সবজি। ফলে একাধিক জিনিস কম দামেই কিনতে পারছিল আমজনতা। শুধুমাত্র যে শীতকালীন সবজিগুলি কম দামে পাওয়া যাচ্ছিল, বিষয়টি মোটেই তেমন ছিল না। শীতের নানা মরশুমি সবজির পাশাপাশি দাম কমেছিল একাধিক বারোমাসি সবজিরও। নানা সবজির মধ্যে সবচেয়ে কম দামে মিলছিল আলু। তবে এবার সেই আলুর দামও বাড়ল অনেকটাই।যেমন যদি শীতকালীন বাজার দরের সঙ্গে তুলনা করা হয়, তাহলে দেখা যাবে জ্যোতি আলুর প্রতি কেজির দাম ছিল 10 টাকা। সেই দাম এসে দাঁড়িয়েছে 15 টাকাতে। চন্দ্রমুখী আলুর প্রতি কেজি 16- 17 টাকা থেকে বেড়ে হয়েছে 22- 23 টাকা।তবে শুধুমাত্র যে আলুর দাম বেড়েছে বিষয়টা মোটেই এমন নয়। একইসঙ্গে দাম বেড়েছে পটল, পেঁপের মতো সবজির। 10 টাকা থেকে পেঁপের দাম বেড়ে হয়েছে 30 টাকা প্রতি কেজি। পটলের দাম শীতের পরেই বেড়ে হয়ে গিয়েছে 80 টাকা।এছাড়া, বর্তমানে সবজি বাজারে পেঁয়াজের দাম রয়েছে কেজিতে 30 টাকা। কুমড়োর কেজিও রয়েছে 30 টাকা। বেগুনের প্রতি কেজির দাম রয়েছে 50- 60 টাকা। কাঁচা লঙ্কার প্রতি 100 গ্রামের দাম রয়েছে 10 টাকা। উচ্ছের কেজি রয়েছে 40 টাকা। পাতিলেবুর দাম রয়েছে 2 টাকা প্রতি পিস।দেখে নেওয়া যাক মাছের দামএবার যদি মাছের বাজারের দিকে তাকানো হয়, তাহলে দেখা যাচ্ছে মাছের বাজারেও দাম রয়েছে চড়া। সামান্য কয়েকটি মাছই পেতে পারেন সস্তায়। রুইয়ের প্রতি কেজির দাম রয়েছে 200 টাকা। কাতলা মাছের প্রতি কেজির দাম রয়েছে 400 টাকা। পাবদার প্রতি কেজির দাম রয়েছে 300 টাকা। ভেটকি বিকোচ্ছে প্রতি কেজিতে 500 টাকা দরে। মাঝারি আকারের প্রতি কেজি ট্যাংরার দাম রয়েছে 300 টাকা। তেলাপিয়ার প্রতি কেজির দাম 200 টাকা। চিংড়ির প্রতি কেজির দাম রয়েছে 300 টাকা। গলদা চিংড়ির দাম রয়েছে 500 টাকা। এছাড়া ভোলা মাছের দাম রয়েছে 300 টাকা। কইয়ের কেজি রয়েছে 400 টাকা।এক নজরে মাংসের দামপাশাপাশি, মাংসের দাম রয়েছে যথেষ্ট চড়া। কলকাতায় 210- 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চিকেন। গোটা মুরগির দাম 137- 152 টাকা প্রতি কেজি। পাশাপাশি প্রতি কেজি মাটনের দাম রয়েছে 720- 780 টাকা।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/QsUPNEr
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads