বকেয়া চেয়ে কেন্দ্রকে জোড়া চিঠি তৃণমূলের https://ift.tt/tfUYjOS - MAS News bengali

বকেয়া চেয়ে কেন্দ্রকে জোড়া চিঠি তৃণমূলের https://ift.tt/tfUYjOS

এই সময়, নয়াদিল্লি: মনরেগা প্রকল্পের ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে কেন্দ্রীয় সরকারের উপরে চাপ বাড়াল তৃণমূল৷ এই মর্মে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তরফে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংকে আরও দু'টি চিঠি লেখা হয়েছে৷ তৃণমূলের দুই সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও'ব্রায়েন দু'টি চিঠি দিয়ে সরাসরি মন্ত্রীর কাছেই দাবি জানিয়েছেন দ্রুত বৈঠক ডেকে রাজ্যের বকেয়া ৭০০০ কোটি টাকা মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করার৷ সুদীপ ও ডেরেকের চিঠিতে অভিযোগ করা হয়েছে গিরিরাজের আপ্ত সহায়ককে নিশানা করে৷ তাঁদের অভিযোগ, কৃষি ভবনে যে দিন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর কাছে দরবার করতে যায়, সেদিন গিরিরাজের আপ্ত সহায়ক তাঁদের বলেছিলেন, 'মন্ত্রী বিহারে গিয়েছেন এবং দিন সাতেক পরে দিল্লিতে ফিরবেন৷' পরের দিনই লোকসভা কক্ষে গিরিরাজকে দেখা যায়। সঙ্গে সঙ্গেই সুদীপ-সহ দলের অন্য সাংসদরা গিরিরাজকে চেপে ধরেন বাংলার বকেয়া টাকার দাবিতে৷ এই ঘটনা উল্লেখ করে সুদীপ এবং ডেরেক প্রশ্ন তুলেছেন, কেন কেন্দ্রীয় মন্ত্রীর আপ্ত সহায়ক সে দিন মিথ্যে বললেন? এই আচরণ যে তাঁরা ভালো ভাবে নিচ্ছেন না, গিরিরাজকে লেখা চিঠিতে তা বুঝিয়ে দিয়েছেন সুদীপ-ডেরেক৷ এ ভাবে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভুল তথ্য দেওয়া বা বিভ্রান্ত করা গর্হিত কাজ। ব্যক্তিগত স্বার্থ নয়, সাধারণ খেটে-খাওয়া মানুষের দাবিদাওয়া তুলে ধরার লক্ষ্যেই মন্ত্রকে হাজির হয়েছিল তৃণমূল প্রতিনিধি দল। সেখানে ইচ্ছাকৃতভাবে তাঁদের ভুল বোঝানো হয় যা সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে কাম্য নয়।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/KiqHwEa
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads