একাই কাঁপালেন মঈন, ঘরে ফিরতেই জয়ে ফিরল চেন্নাই https://ift.tt/KzAl8kH - MAS News bengali

একাই কাঁপালেন মঈন, ঘরে ফিরতেই জয়ে ফিরল চেন্নাই https://ift.tt/KzAl8kH

চার বছর পর ঘরের মাঠে ম্যাচ। সোমবার চিপকে অন্য উন্মাদনা ছিল চেন্নাই সুপার কিংসকে ঘিরে। দারুণ অভ্যর্থনা পেলেন চেন্নাইয়ের ‘‌থালা’‌ মহেন্দ্র সিং ধোনি। সমর্থকদের আবেগের মর্যাদা দিলেন ‘‌ক্যাপ্টেন কুল’‌। ঘরের মাঠে জয়ে ফিরল চেন্নাই সুপার কিংস। জমজমাট ম্যাচে চিপকে লখনউ সুপার জায়ান্টসকে হারাল ১২ রানে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২১৭/‌৭ রান তুলেছিল চেন্নাই। জবাবে দারুণ লড়াই করে ২০৫/‌৭ রান তোলে লখনউ সুপার জায়ান্টস।এদিন টস জিতে চেন্নাই সুপার কিংসকে ব্যাট করতে পাঠিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল। আগের ম্যাচে ছন্দ ধরে রেখে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন ঋতুরাজ গায়কোয়াড়। ২৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। পরপর দুটি ম্যাচে হাফ সেঞ্চুরি করলেন চেন্নাইয়ের এই ওপেনার। শেষ পর্যন্ত দশম ওভারে রবি বিষ্ণোইয়ের প্রথম বলেই তিনি আউট হন। ৩১ বলে ৫৭ রান করেন ঋতুরাজ। ওপেনিং জুটিতে ৯ ওভারে ওঠে ১১০। আগের ম্যাচে ব্যর্থতা কাটিয়ে রানে ফিরেছেন ডেভন কনওয়ে। যদিও মাত্র ৩ রানের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া করেন এই কিউয়ি ওপেনার। ২৯ বলে ৪৭ রান করে মার্ক উডের বলে তিনি আউট হন। শিবম দুবে (‌১৬ বলে ২৭)‌ ও মইন আলি (‌১৩ বলে ১৯)‌ রান তোলার গতি অব্যাহত রাখেন। ১৫ ওভারে ১৬৪/‌৩ রানে পৌঁছে যায় চেন্নাই। শিবম দুবেকে তুলে নেন রবি বিষ্ণোই। বেন স্টোকস (‌৮)‌ এদিনও ব্যাট হাতে দলকে নির্ভরতা দিতে পারেননি। রবীন্দ্র জাদেজাও (‌৩)‌ ব্যর্থ। ২টি ছক্কার সাহায্যে ৩ বলে ১২ রান করেন ধোনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২১৭ রান তোলে চেন্নাই। ১৪ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন অম্বাতি রায়ুডু। ২৯ রানে উইকেট নেন রবি বিষ্ণোই। ৪৯ রানে ৩ উইকেট মার্ক উডের। জয়ের জন্য ২১৮ রানের লক্ষ্য যথেষ্ট কঠিনই ছিল লখনউ সুপার জায়ান্টসের কাছে। তবুও সামনে বড় রানের লক্ষ্য দেখে কুঁকড়ে থাকেনি লখনউ–র দুই ওপেনার। দারুণ শুরু করেছিলেন কাইল মেয়ার্স। আগের ম্যাচের মতোই ঝড় তুলেছিলেন। ২১ বলে হাফ সেঞ্চুরিতে পৌঁছে যান। ষষ্ঠ ওভারে লখনউ–কে প্রথম ধাক্কা দেন মইন আলি। তৃতীয় বলে তুলে নেন মেয়ার্সকে। ২২ বলে ৫৩ রান করে আউট হন তিনি। মেয়ার্স আউট হওয়ার পরপরই ফেরেন দীপক হুডা (‌২)‌ ও লোকেশ রাহুল (‌১৮ বলে ২০)‌। ক্রূণাল পান্ডিয়াও (‌৯)‌ রান পাননি। ১০ ওভারের মধ্যে ১০৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লখনউ। মার্কাস স্টয়নিস ও নিকোলাস পূরাণ জুটি গড়ে তোলার চেষ্টা করছিলেন। স্টয়নিসকে (‌১৮ বলে ২১)‌ তুলে নিয়ে আবার আঘাত হানেন মইন। শেষ দিকে লড়াই জমিয়ে দিয়েছিলেন নিকোলাস পুরান (‌১৮ বলে ৩২)‌, ইমপ্যাক্ট প্লেয়ার আয়ুষ বাদোনি (‌১৮ বলে ২৩)‌ ও কৃষ্ণাপ্পা গৌতম (‌১১ বলে অপরাজিত ১৭)‌। কিন্তু দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি। ২০৫/‌৭ রানে থেমে যায় লখনউ। দুরন্ত বোলিং করে ২৬ রানে ৪ উইকেট তুলে নেন মইন।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/DxfhAo3
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads