​​রামনবমীর ঘটনা থেকে শিক্ষা, হনুমান জয়ন্তীতে কড়া নিরাপত্তা রিষড়ায় https://ift.tt/JNxBtCM - MAS News bengali

​​রামনবমীর ঘটনা থেকে শিক্ষা, হনুমান জয়ন্তীতে কড়া নিরাপত্তা রিষড়ায় https://ift.tt/JNxBtCM

West Bengal News : রবিবার থেকে চরম উত্তেজনা ছড়ায় হুগলি জেলার রিষড়ায়। সংঘর্ষ অগ্নি সংযোগে অশান্ত হয় রিষড়া। সংঘর্ষে যথেচ্চ ইট কাঁচের বোতল ছোঁড়া হয় বলে অভিযোগ ওঠে। ঘটনায় অনেকে আহত হন। আহত হন রিষড়া থানার OC শ্রীরামপুর থানার IC সহ পুলিশ কর্মীরাও। যদিও গতকাল মঙ্গলবার থেকে রিষড়ার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। আজ বুধবার ধীরে ধীরে ছন্দে ফেরে রিষড়া। তবে আগামিকাল বৃহস্পতিবার হনুমান জয়ন্তী রয়েছে। তাই যেখানে যেখানে ইট বোতল পড়ে ছিল তা উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। রামনবমী থেকে শিক্ষা নিয়ে হনুমান জয়ন্তীতে কোনও ঝুঁকি নিতে চাইছে না চন্দননগর পুলিশ কমিশনারেট। হনুমান জয়ন্তীর জন্য নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সেই সূত্রেই এদিন থানা থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে উদ্ধার করে হয় ইট কাঁচের বোতল ভাঙা বাইক এগুলি। পড়ে সেগুলি নিয়ে আসা হয় থানায়। পুলিশ সূত্রে খবর, অশান্তি ছড়ালে এগুলির যথেচ্ছ ভাবে ব্যবহার হতে পারে। তাই আগাম সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে এই গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। সূত্র মারফত এও জানা গিয়েছে যে, হনুমান জয়ন্তীতে যে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, তারমধ্যে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী হুগলি জেলাতেও মোতায়েন করা হবে। সঙ্গে পুলিশের তরফেও কঠোর পদক্ষেপ করা হচ্ছে। অর্থাৎ এই হনুমান জয়ন্তীতে আর কোনোরকমের ঝুঁকি নিতে চাইছে না রাজ্য প্রশাসন ও পুলিশ। নিরাপত্তায় বাড়তি অবলম্বন করছে পুলিশ। স্পর্শকাতর এলাকায় ১৪৪ ধারা জারি করা হবে। বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর সময় যাতে জেলার কোথাও যাতে কোনওরকম অশান্তি না ছড়ায়, সেই জন্য আজ বুধবার থেকেই সমস্ত ধরনের ধর্মীয় ও রাজনৈতিক কার্যকলাপে । রামনবমীতে শিবপুর, রিষড়ার মতো জায়গায় অশান্তির পর রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে কার্যত পুলিশের উপর অনাস্থা প্রকাশ করে হাইকোর্ট। বুধবার যে হনুমান জয়ন্তীতে শান্তি বজায় রাখার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর সহায়তা নিতে হবে। সাধারণ মানুষকে ভরসা দিতে হবে যে তাঁরা এই রাজ্যে যে কোনও সময় সুরক্ষিত রয়েছেন। আর তারপরেই তুমুল তৎপরতা দেখা গিয়েছে পুলিশের মধ্যে। এই প্রসঙ্গে রিষড়ার স্থানীয় বাসিন্দারা বলছেন, এই ততপরতা যদি রামনবমীর আগে দেখা যেত, তাহলে এত বড় কাণ্ড এই এলাকায় ঘটত না।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/m3n8FBU
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads