গজরাজ হাঁটবেন নিশ্চিন্ত মনে! উত্তরবঙ্গে আরও ৭টি হাতির করিডোর https://ift.tt/gaioVIH - MAS News bengali

গজরাজ হাঁটবেন নিশ্চিন্ত মনে! উত্তরবঙ্গে আরও ৭টি হাতির করিডোর https://ift.tt/gaioVIH

Elephant Corridor : হাতি-মানুষ সংঘাতে বাড়ছে ক্ষয়ক্ষতি। ভাঙছে ঘরবাড়ি, থাকছে প্রাণহানির আশঙ্কাও। জঙ্গলের মধ্যে হাতি চলাচলের নিরাপদ রাস্তা তৈরির জন্য উদ্যোগ বন দফতরের। বাড়ানো হচ্ছে হাতির করিডোরের সংখ্যা। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা মিলিয়ে আরও সাতটি নতুন করিডোর তৈরি করা হচ্ছে বলে বন দফতর সূত্রে খবর।আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা মিলিয়ে মোট সাতটি নতুন এলিফ্যান্ট করিডর হচ্ছে। মঙ্গলবার মাদারিহাটের জলদপাড়া এনআইসিতে এসে একথা ঘোষণা করেন বনমন্ত্রী জ‍্যোতিপ্রিয় মল্লিক। এদিন এনআইসিতে বনদফতরের আধিকারিক ও জেলাপরিষদের সভাধিপতি ও কর্মাধক্ষ‍্যদের নিয়ে বৈঠক করেন বনমন্ত্রী। বৈঠক শেষে এদিন বনমন্ত্রী জানান, বেশ কিছু নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে আলিপুরদুয়ারে চারটি ও জলপাইগুড়ি জেলায় তিনটি মোট সাতটি হাতির করিডোর করা হচ্ছে। এছাড়াও পর্যটন বিকাশে বেশ কিছু নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যটন দফতরের সঙ্গে নিয়ে পর্যটন বিকাশে নতুন 'পর্যটন প‍্যাকেজ' করার চিন্তাভাবনা করা হচ্ছে। এদিন বনমন্ত্রী জানান যে সমস্ত পর্যটক জঙ্গল সাফারি করবে তাঁদের বিমার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হচ্ছে। বনমন্ত্রী জানান, বনকর্মীদের জন‍্য নতুন অস্ত্র কেনা হচ্ছে। এজন‍্য ইচ্ছাপুর রাইফেল ফ‍্যাক্টরিকে অর্ডার দেওয়া হয়েছে।বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একটি নির্দিষ্ট জায়গা দিয়ে হাতির দল নিয়মিত এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যায়। সেক্ষেত্রে হাতির যাত্রাপথের মাঝে জনবসতি বা রাস্তা থাকলে সমস্যা তৈরি হয়। সে কারণেই বন দফতরের উদ্যোগে হাতির জন্য নির্দিষ্ট করিডোরের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়। কয়েকদিন আগেই কলকাতায় পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির প্রতিনিধি এই সমস্যা নিয়ে বৈঠকে বসে। সেখানেই নতুন করিডোর গঠনের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।চলতি বছর মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই হাতির হানায় মৃত্যু হয় এক খুদের। তারপর থেকেই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা শুরু করে রাজ্যের বন দফতর। বন্যজীবন নিরুপদ্রব রাখতে এই করিডর তৈরির সিদ্ধান্ত হয়েছে। এমনকি হাতি ছাড়াও অন্যান্য জীবজন্তুর আক্রমণ থেকেও জনসাধারণকে সুরক্ষিত রাখার ব্যাপারে উদ্যোগ নিচ্ছে বন দফতর।উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে কোচবিহার জেলাতেও একটি বিশেষ করিডোর তৈরির কথা ঘোষণা করা হয়। প্রায় ৫ কিলোমিটার লম্বা ও ২০০ মিটার চওড়া এই করিডরটি তৈরি হবে উত্তরবঙ্গের কোচবিহারে। একসঙ্গে যাতে অনেক প্রাণী ওই করিডর দিয়ে যাতায়াত করতে পারে, তাই ২০০ মিটার চওড়া প্রশস্ত করিডর তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/pqShHJ0
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads