মিলার-সুদর্শনের দাপট, ঘরের মাঠে দিল্লিকে উড়িয়ে ফার্স্টবয় গুজরাট https://ift.tt/avx6rEP - MAS News bengali

মিলার-সুদর্শনের দাপট, ঘরের মাঠে দিল্লিকে উড়িয়ে ফার্স্টবয় গুজরাট https://ift.tt/avx6rEP

দ্রুত কয়েকটা উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল গুজরাট টাইটান্স। কিন্তু যে দলে ‘‌কিলার মিলার’‌–এর মতে ব্যাটার থাকেন, তাদের আবার চিন্তা কিসের?‌ চাপের মুখে দারুণভাবে জ্বলে উঠলেন ডেভিড মিলার। দুর্দান্ত ব্যাটিং সাই সুদর্শনেরও। চলতি আইপিএলে এই দুজনের হাত ধরেই দ্বিতীয় জয় তুলে নিল গুজরাট টাইটান্স। দিল্লি ক্যাপিটালসকে হারাল ৬ উইকেটে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৬২/‌৮ তোলে দিল্লি। জবাবে ১১ বল বাকি থাকতে ১৬৩/‌৪ তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট।টস জিতে এদিন দিল্লি ক্যাপিটালসকে প্রথমে ব্যাট করতে পাঠান গুজরাট টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। পৃথ্বী শ নিজেকে মেলে ধরতে না পারলেও ভালো শুরু করেছিলেন অধিনায়ক ডেভিড ওয়ার্না। ওপেনিং জুটিতে ২.‌৩ ওভারে ২৯ রান তুলে ফেলে দিল্লি। মনে হচ্ছিল এদিন ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে বড় ইনিংস গড়বে। কিন্তু তৃতীয় ওভারেই পৃথ্বী শ–কে (‌৫ বলে ৭)‌ তুলে নিয়ে দিল্লিকে প্রথম ধাক্কা দেন মহম্মদ সামি। এক ওভার পরেই সামির বল ব্যাটের কানায় লাগিয়ে বোল্ড হন মিচেল মার্শ (‌৪ বলে ৪)‌।দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন ওয়ার্নার ও সরফরাজ খান। নবম ওভারে আলঝারি জোসেফের জোড়া ধাক্কা চাপে ফেলে দেয় দিল্লিকে। পরপর ২ বলে ওয়ার্নার ও রিলে রসোকে (‌০)‌ তুলে নেন জোসেফ। ৩২ বলে ৩৭ রান করে আউট হন ওয়ার্নার। ৬৭ রানে ৪ উইকেট হারায় দিল্লি। আইপিএলে অভিষেককারী বাংলার অভিষেক পোড়েল ও সরফরাজ খান জুটি গড়ে তোলার চেষ্টা করছিলেন। অভিষেককে (‌১১ বলে ২০)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন রশিদ খান। সরফরাজও (‌৩৪ বলে ৩০)‌ রশিদের শিকার। অক্ষর প্যাটেলের ২২ বলে ৩৬ রানের ইনিংস দিল্লিকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয়। শেষ পর্যন্ত ২০ বলে ১৬২/‌৮ তোলে দিল্লি। রশিদ খান ও মহম্মদ সামি ৩টি করে উইকেট নেন। ২ উইকেট নেন আলঝারি জোসেফ। ‌জয়ের জন্য ১৬৩ রানের লক্ষ্য খুব একটা কঠিন ছিল না গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের কাছে। ২ ওভারেই ২২ রান তুলে ফেলেছিলেন ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল। তৃতীয় ওভারে আঘাত হানেন আনরিখ নোকিয়া। তুলে নেন ঋদ্ধিমানকে (‌৭ বলে ১৪)‌। এক ওভার পরেই ফেরান শুভমান গিলকে (‌১৩ বলে ১৪)‌। হার্দিক পান্ডিয়াকে (‌৪ বলে ৫)‌ খলিল আমেদ তুলে নিতেই চাপে পড়ে যায় গুজরাট টাইটান্স। সাই সুদর্শন ও বিজয় শঙ্কর জুটি চাপ কাটিয়ে তোলার চেষ্টা করছিল। দুজনের জুটিতে ওঠে ৫৩ রান। বিজয় শঙ্করকে (‌২৩ বলে ২৯)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন মিচেল মার্শ। এরপর দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন ডেভিড মিলার ও সাই সুদর্শন (‌৪৮ বলে অপরাজিত ৬২)‌। ১৬ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন মিলার। ৩৯ রানে ২ উইকেট নেন আনরিখ নোখিয়ে।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/Jeiazd9
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads