উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগেও OMR শিটে গরমিল! আদালতে স্বীকার SSC-র https://ift.tt/vI1qHRP - MAS News bengali

উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগেও OMR শিটে গরমিল! আদালতে স্বীকার SSC-র https://ift.tt/vI1qHRP

এই সময়: উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগেও ওএমআর শিটে গরমিলের কথা আদালতে স্বীকার করল এসএসসি। ২০২০-র ১১ ডিসেম্বর কলকাতা হাইকোর্ট অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগে প্রথম দফায় প্যানেল বাতিল করেছিল। সেই নিয়োগ সম্পূর্ণ করতে এ বার উদ্যোগী হয়েছে কমিশন। কলকাতা হাইকোর্টে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে জমা দেওয়া হলফনামায় এসএসসি জানিয়েছে, ইন্টারভিউয়ে ডাক পাওয়া ১৪৬৩ জন অযোগ্য। তার মধ্যে ৫৫৯ জনের ওএমআরে গরমিল রয়েছে। ইন্টারভিউয়ে হাজির হয়েছিলেন ১৪০৫২ জন। তার মধ্যে ইন্টারভিউ-পরবর্তী পর্বে ওএমআর শিটের তথ্য যাচাইয়ে বাদ পড়েছেন ১৪৬৩ জন প্রার্থী। ফলে ইন্টারভিউ শেষে যোগ্য প্রার্থী রয়েছেন ১২৫৮৯ জন। যদিও মোট শূন্যপদ ১৪৩৩৯। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চর সহ-সভাপতি সুশান্ত ঘোষের বক্তব্য, অবিলম্বে মেধাতালিকা প্রকাশ ও কোনও যোগ্য প্রার্থীকে বঞ্চিত না করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতেই ধর্মতলায় মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আমাদের আন্দোলন ১১৬ দিন ধরে চলেছে।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/Z6eb8mt
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads