IPL-এর আগে চমক, সেনাবাহিনীর উর্দিতে লেফটেন্যান্ট ধোনি! দেখুন ভিডিয়ো https://ift.tt/iLK10Ix - MAS News bengali

IPL-এর আগে চমক, সেনাবাহিনীর উর্দিতে লেফটেন্যান্ট ধোনি! দেখুন ভিডিয়ো https://ift.tt/iLK10Ix

হাতে আর একেবারেই বেশি সময় নেই। আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে ২০২৩ আইপিএল টুর্নামেন্ট। ইতিমধ্যেই প্রত্যেকটা দল নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও এই টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। যদিও বৃহস্পতিবার ব্যস্ত সূচি থেকে কিছুটা সময় বের করে আর্মি ক্যাম্পে হাজির হয়েছিলেন। ভারতীয় সেনাদের হুডখোলা জিপে তিনি গোটা এলাকায় একটা চক্করও লাগান। যোধপুরের এই আর্মি ক্যাম্পে তিনি বেশ অনেকক্ষণই সময় কাটিয়েছেন।ধোনিকে এক ঝলক দেখার জন্য উপচে পড়ল ভিড়আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০২০ সালের ১৫ অগাস্ট অবসর গ্রহণ করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু, তাঁকে নিয়ে ফ্যানেদের উন্মাদনায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। যোধপুরে ধোনিকে একটা ঝলক দেখতে পাওয়ার জন্য ফ্যানেরা কার্যত উপচে পড়েছিলেন। বিমানবন্দরে মাস্ক পরে এসেছিলেন ধোনিসংবাদমাধ্যম সূত্রের খবর, বিমানবন্দরে ধোনি যখন পা রেখেছিলেন সেইসময় তাঁর মুখে মাস্ক ছিল। যাতে ভিড় না জমা হতে পারে। সংবাদমাধ্যমের কয়েকজন হাজির ছিলেন। তাঁরাই প্রথম ধোনিকে চিনতে পারেন। এরপরই ফ্যানেরা আস্তে আস্তে ভিড় জমাতে শুরু করে। ইতিমধ্যে বিমানবন্দরে সেনাবাহিনীর গাড়ি এসে উপস্থিত হয়। সেই গাড়িতে চেপেই রওনা দেন ধোনি। এরপর যোধপুর ক্যাম্পে ভারতীয় সেনাদের সঙ্গে তিনি বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছেন। এমনকী, তিনি নিজেও সেনাবাহিনীর পোশাক পরেছিলেন। এবার আইপিএল টুর্নামেন্টের কথায় ফিরে আসা যাক। ইতিমধ্যেই এই টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস। সম্প্রতি সিএসকে'র সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে 'ক্যাপ্টেন কুল' ধোনি এবং স্যার রবীন্দ্র জাদেজাকে একসঙ্গে দেখতে পাওয়া গিয়েছে। গত বছর আইপিএল চলাকালীন শুনতে পাওয়া গিয়েছিল যে ধোনি এবং জাদেজার মধ্যে সম্পর্কের অবনতি হয়েছিল। তবে নতুন এই ছবি প্রকাশ্যে আসার পর ফ্যানেরা কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন। এই ছবিতে সিএসকে ক্যাম্পে অনুশীলন চলাকালীন ধোনি এবং জাদেজা দুজনকেই বেশ হালকা মেজাজে দেখতে পাওয়া গিয়েছে। গত বছর আইপিএল টুর্নামেন্টের পর এই প্রথমবার তাঁদের দুজনকে একসঙ্গে দেখতে পাওয়া গেল। ২০২২ আইপিএল টুর্নামেন্ট শুরুর ঠিক আগেই রবীন্দ্র জাদেজাকে অধিনায়ক নির্বাচন করে চেন্নাই সুপার কিংস। কিন্তু, টুর্নামেন্টের মাঝপথেই জাদেজা অধিনায়কত্ব ছেড়ে দেন। এরপর ধোনিকে অধিনায়ক করা হয়। ১০ দলের মধ্যে চেন্নাই নবম স্থানে থেকে শেষ করেছিল।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/Iq7lHvS
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads