শিলিগুড়ির চা বাগান থেকে উদ্ধার চিতাবাঘের মৃতদেহ, চাঞ্চল্য এলাকায় https://ift.tt/Z4KcDAT - MAS News bengali

শিলিগুড়ির চা বাগান থেকে উদ্ধার চিতাবাঘের মৃতদেহ, চাঞ্চল্য এলাকায় https://ift.tt/Z4KcDAT

: চা বাগানে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের গয়াগঙ্গা চা বাগানের ১৮ নং লাইনে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার। বিকেলে চা বাগানের ভেতর চিতাবাঘের মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই ঘোষপুকুর রেঞ্জের বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। চিতাবাঘের ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ নির্ধারণ করা হবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। মৃত চিতাবাঘটি মহিলা ও তিন বছর বয়সের ছিল। ময়নাতদন্তের জন্য চিতাবাঘটিকে বেঙ্গল সাফারিতে পাঠানো হয়েছে। সেটির দেহে ক্ষতচিহ্ন দেখা গিয়েছে। ঘোষপুকুরের রেঞ্জার সোনম ভুটিয়ার কথায়, ওই চা বাগানে চিতাবাঘ ছিল তা স্থানীয়দের সঙ্গে কথা বলেই জানা গিয়েছে। তবে, ময়নাতদন্তের পরই চিতাবাঘটির মৃত্যুর কারণ বলা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেছেন। উল্লেখ্য গত দুই মাসের মধ্যে এটি দ্বিতীয় চিতাবাঘের মৃত্যু শিলিগুড়ি এলাকায়। গত জানুয়ারি মাসে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় একটি চিতাবাঘের। রাতে শিলিগুড়ির এশিয়ান হাইওয়েতে চিতা বাঘের মৃতদেহটি দেখতে পাওয়া যায়। খবর দেওয়া হয় বন দফতরে। চিতা বাঘের দেহটি শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে নিয়ে যাওয়া হয়। ঘাতক গাড়িটির কোনও খোঁজ পাওয়া যায়নি। শিলিগুড়ি মহকুমার বাগডোগরার সিঙ্গিঝোড়া চা বাগান সংলগ্ন এশিয়ান হাইওয়েতে একটি চিতা বাঘের দেহ পড়ে থাকতে লক্ষ্য করেন বাসিন্দারা। স্থানীয়দের অনুমান, রাস্তা পারাপার করতে গিয়েই দ্রুত গতির গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বাঘটির। বাঘটির দেহ দেখতে পেয়ে খবর দেওয়া হয় বন দফতরকে। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন বন কর্মীরা। তাঁরা দেহটি উদ্ধার করে নিয়ে যান শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে। সেখানেই বাঘের দেহের ময়নাতদন্ত করা হয়। এর আগেও গাড়ির ধাক্কায় চিতা বাঘের মৃত্যু ঘটেছে উত্তরবঙ্গে। চিতাবাঘের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় ডুয়ার্সে চাঞ্চল্য ছড়ায় কিছুদিন আগেই। ডুয়ার্সের তোতাপাড়া থেকে জালাপাড়াগামী রাস্তা থেকে ওই চিতাবাঘটির দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে করা হয়, গাড়ির ধাক্কাতেই মৃত্যু হয় চিতাবাঘটির। সকালে বাগানে কাজে যাচ্ছিলেন শ্রমিকরা। তাঁরাই মৃত অবস্থায় রাস্তার ওপর পড়ে থাকতে দেখতে পান চিতাবাঘটিকে। খবর দেওয়া হয় বন দফতরে। বাঘের মৃত্যুর খবর পেয়ে এলাকায় ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/ymoWO8S

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads