অভিযুক্ত খোদ বাবর আজম! বেটিংয়ের অভিযোগ ঘিরে তোলপাড় https://ift.tt/yBpig0k - MAS News bengali

অভিযুক্ত খোদ বাবর আজম! বেটিংয়ের অভিযোগ ঘিরে তোলপাড় https://ift.tt/yBpig0k

২০২৩ পাকিস্তান সুপার লিগের একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। আর সেকারণেই গোটা ক্রিকেট বিশ্বে আপাতত সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। এই ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর অভিযোগ করা হয়েছে যে পাকিস্তান সুপার লিগে নাকি স্পট ফিক্সিং করা হয়েছে। বলা হচ্ছে, পাকিস্তান সুপার লিগে বাবর আজমের উইকেট নাকি ফিক্স করেছিলেন শাদাব খান। গত বৃহস্পতিবার রাতে চলতি পিএসএল টুর্নামেন্টের প্রথম এলিমিনেটর ম্যাচে এই ঘটনাটি ঘটেছে। এই ম্যাচে পেশোয়ার জালমির মুখোমুখি খেলতে নেমেছিল ইসলামাবাদ ইউনাইটেড। প্রসঙ্গত, ইসলামাবাদ ইউনাইটেড দলের অধিনায়ক হলেন শাদাব খান। অন্যদিকে বাবর আজমের নেতৃত্বে পেশোয়ার জালমি এই ম্যাচে খেলতে নেমেছিল। এবার ওই ভাইরাল হওয়া ভিডিয়োটির কথায় আসা যাক। দ্বাদশ ওভার শুরু হওয়ার ঠিক আগেই স্টাম্পের উপরে বেল ঠিক করতে আসেন। সেই সময়ই তিনি আম্পায়ারকে বলেন, 'এই ওভারেই বাবর আউট হবে।' স্টাম্প মাইকে তাঁর কথা রেকর্ডও হয়ে যায়। ওভারের শেষ বলে শাদাব খান বাবর আজমের উইকেট শিকার করেন। আম্পায়ার বাবরকে LBW আউট দেন। সবথেকে আশ্চর্য্যের বিষয় এটাই যে এই আউটের বিরুদ্ধে রিভিউ পর্যন্ত নিলেন না।দেখে নিন সেই ভিডিয়োটি :ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে দ্বিতীয় এলিমিনেটরে পৌঁছল পেশোয়ার জালমিবৃহস্পতিবার রাতে পাকিস্তান সুপার লিগের প্রথম এলিমিনেটর ম্যাচে পেশোয়ার জালমি ইসলামাবাদ ইউনাটেডকে ১২ রানে হারিয়ে দেয়। আর সেইসঙ্গে তারা দ্বিতীয় এলিমিনেটরে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। এরপর তারা শাহিন আফ্রিদির নেতৃত্বাধীন লাহোর কলন্দর্সের মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে অবশ্য বাবর বাহিনী ৪ উইকেটে হেরে যায়। দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে পেশোয়ার জালমি টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা ১৭১ রান তোলে। দলের হয়ে সবথেকে বেশি রান করেন মহম্মদ হ্যারিস (৫৪ বলে ৮৫ রান)। এরপর ব্যাট করতে নামে লাহোর কলন্দর্স। দলের ওপেনার মির্জা বেইগ ৪২ বলে ৫৪ রান করেন। এছাড়া দলের বাকি ব্যাটাররা নিজেদের সাধ্যমতো চেষ্টা করেন। অবশেষে ৭ বল বাকি থাকতেই শাহিন আফ্রিদির দল এই ম্যাচে জয়লাভ করে।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/o4BQR2j
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads