বেলাগাম মন্তব্য কেন? সতর্ক করলেন মমতা https://ift.tt/tKgDW0Y - MAS News bengali

বেলাগাম মন্তব্য কেন? সতর্ক করলেন মমতা https://ift.tt/tKgDW0Y

এই সময়: তৃণমূলের মন্ত্রী, বিধায়কদের আলটপকা মন্তব্য করা থেকে বিরত থাকতে নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতাদের যত্রতত্র বাড়তি কথা না বলতে নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। অহেতুক বেফাঁস মন্তব্য করার জন্য মমতার ধমক খেয়েছেন অখিল গিরি ও অসিত মজুমদার। ফিরহাদ হাকিমকেও এই নিয়ে সতর্ক করেছেন মমতা। কালীঘাটে দলীয় বৈঠকে শুক্রবার তৃণমূল নেত্রী পুরমন্ত্রীর উদ্দেশে বলেন, 'ববি তুমি কলকাতার মেয়র হতে পারো, কিন্তু তা বলে সমস্ত বিষয়ে তোমার মন্তব্য করার দরকার নেই।' ফিরহাদের ঠিক কোন মন্তব্যের জন্য মমতা বিরক্তি প্রকাশ করেছেন, তা অবশ্য স্পষ্ট হয়নি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার জন্য কয়েক মাস আগে অখিল গিরি তৃণমূল নেতৃত্বের ভর্ৎসনার মুখে পড়েছিলেন। এ দিন ফের অখিলকে আলটপকা মন্তব্য করতে বারণ করেন মমতা। মদন মিত্রকে অতীতে একই কারণে একাধিক বার সতর্ক করেছেন তিনি। যদিও মদনের মুখে লাগাম পরানো যায়নি। মদনের বেলাগাম মন্তব্য নিয়ে এ দিন ফের অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী। মন্তব্যে রাশ টানার বার্তা দেওয়ার পাশাপাশি তৃণমূলের দলীয় টুইট রি-টুইট না করার জন্য বিরক্তি প্রকাশ করেছেন মমতা। তাঁর কথায়, 'দলের টুইটার থেকে যে টুইট করা হয় তা অনেক নেতা রি-টুইট করছেন না। তাঁরা নিজেরা নিজেদের মতো টুইট করছেন। অবশ্যই দলের বক্তব্য রি-টুইট করতে হবে।' দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, অতীন ঘোষ-সহ একাধিক নেতাকে এই বিষয়ে আরও সক্রিয় হতে বলেছেন তৃণমূল নেত্রী।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/XfMP9E7
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads