'রামের চেয়ে রাবণ বেশি পরিশ্রমী', জিতেন রামের মন্তব্যে তুঙ্গে তরজা https://ift.tt/Un7X2VC - MAS News bengali

'রামের চেয়ে রাবণ বেশি পরিশ্রমী', জিতেন রামের মন্তব্যে তুঙ্গে তরজা https://ift.tt/Un7X2VC

রামের চেয়ে বেশি পরিশ্রমী ছিলেন রাবণ। রামায়ণ ও রামচরিতমানসের অনেক অংশই বাদ দেওয়া উচিত। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হিন্দুস্তানি আওয়াম মোর্চা বা HAM-র প্রেসিডেন্ট জিতেন রাম মাঝির মন্তব্য ঘিরে বিতর্কে। যা নিয়ে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছে একাধিক রাজনৈতিক দল। শুক্রবার বিহার বিধানসভা ভবনে চত্বরে সংবাদমাধ্যমের মুথোমুখো হন জিতেন রাম। সেখানেই রাম ও রামায়ণের কাহিনিকে 'কাল্পনিক' বলে দাবি করেন তিনি।শুধু তাই নয়, রামায়ণ ও রামচরিতমানস-র সৃষ্টিকর্তা বাল্মিকী ও তুলসিদাসের সমালোচনা করেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। "দু'জনেই তাঁদের রচনাতে অনেক কিছু ভুল লিখেছেন।" সংবাদমাধ্যমকে বলেন জিতেন রাম। শুক্রবার HAM প্রেসিডেন্ট আরও বলেন, "কিছু মানুষ রাম আর রামায়ণ নিয়ে কথা বলছেন। কিন্তু এগুলো তো সবই কাল্পনিক। কল্পনার উপর ভিত্তি করে লেখা একটি সাহিত্য মাত্র। আমাদের অবশ্যই গরীবদের নিয়ে কথা বলতে হবে। কী ভাবে দারিদ্রতা দূর করা যায়, সেটা ভেবে বের করতে হবে।" এর পরই রামের চেয়ে রাবণ বেশি পরিশ্রমী ছিলেন বলে মন্তব্য করে বসেন জিতেন রাম। "আমরা অবশ্য এই রাম-রাবণের গল্পকে বিশ্বাস করি না।" সংবাদমাধ্যমকে বলেন তিনি। জিতেন রামের এহেন মন্তব্যের পরই শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল JD(U)-র তরফে ওই মন্তব্যের কড়া সমালোচনা করা হয়। প্রায় একই সুর শোনা গিয়েছে রাজ্যের বিরোধী দল BJP-র গলাতেও। JD(U) নেতৃত্বের কথায়, রাম ঐতিহাসিক নাকি কাল্পনিক চরিত্র -- সেটা ভাবার সময় আসেনি। তবে রামের প্রতি এদেশের লাখ লাখ জনগনের বিশ্বাস রয়েছে। যা কোনওভাবেই ভেঙে ফেলা উচিত নয়।অন্যদিকে সম্প্রতি বেশ কয়েকজন BJP বিধায়কের বিরুদ্ধে বিহার বিধানসভার মধ্যেই হনুমান চলিশা পাঠের অভিযোগ ওঠে। এই নিয়ে JD(U) মন্ত্রী জামা খান বলেন, "যে কেউ হনুমান চলিশা পাঠ করতে পারেন। তবে বিধানসভা ভবন কোনও ধর্মগ্রস্থ পাঠের জায়গা নয়।" অকারণে বিতর্ক তৈরি করতেই এই কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। যদিও তা অস্বীকার করেছে পদ্ম-শিবির। উল্লেখ্য, ২০২৪-র লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এখন থেকেই BJP বিরোধী জোট তৈরিতে উদ্যোগী হয়েছেন নীতীশ কুমার। কংগ্রেসের নেতৃত্বে এই জোট তৈরি করতে হবে বলে উল্লেখ করেছেন তিনি। এই আবহে রাম ও রাবণকে নিয়ে জিতেন রাম মাঝির এই মন্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মানছেন রাজৈনিতক বিশ্লেষকরা।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/fynYlvc
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads