Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/6nPO5sZ
প্রথম ম্যাচ খেলতে নেমেই চোট, ছিটকে যাওয়ার পথে এই বিদেশি ওপেনার? https://ift.tt/Kt13yU6

চলতি বছর কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার পর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে অভিষেক হল জেসন রয়ের। প্রত্যাশামতই শুরু করলেন তিনি। তাঁকে শ্রেয়স আইয়ারের জায়গায় নেওয়া হয়েছিল। নেমে তিনি ব্যাট হাতে ভরসা দিলেও ফিটনেস নিয়ে ভরসা দিতে পারলেন না। ব্যাটিং করার সময় একাধিকবার তাঁকে খোঁড়াতে দেখা গেল। যা নিয়ে শুরু হয়েছে তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন। জেসন রয় ৩৯ বলে ৪৩ রান করেন ওপেন করতে নেমে। দুই ওপেনারের মধ্যে তিনিই একমাত্র রান পেলেন। অপর ওপেনার লিটন দাস মাত্র ৪ রান করেন। তবে রান নিতে গিয়ে জেসন রয়ের খোঁড়ানোয় প্লেয়ারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকার। এই প্রসঙ্গে তিনি BCCI-এর কাছে প্লেয়ারদের ফিটনেস পরীক্ষা করার দাবি তোলেন ফুটবলের মত। এবার পরিবর্ত প্লেয়ার হিসেবে KKR-এ এসেছেন জেসন রয়। তার আগে তিনি পাকিস্তান সুপার লিগে খেলেছেন। PSL-এ খেলার সময় তাঁর পায়ের পেশিতে চোট ছিল। তার আগে তিনি খারাপ ছন্দের জন্য ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছিলেন। এরপর ফর্মে ফিরলেও তিনি চোট আঘাতের সমস্যায় ভুগলেন। এই পরিস্থিতিতে গাভাসকার মনে করেন, ফুটবল ট্রান্সফারের মত IPL-এও প্রতিটা ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা করে তবেই নেওয়া উচিত। তবে পরিবর্ত প্লেয়ার হিসেবে নেমে চোট পাওয়ার শুধু জেসন রয়ই নয়। সিসান্দা মাগালা যিনি কাইল জেমিসনের পরিবর্ত হিসেবে CSK-তে যোগ দিয়েছেন তিনিও চোট পেয়ে বেরিয়ে গিয়েছেন। দুটো ম্যাচ খেলেছেন তিনি। লিয়াম লিভিংস্টোনের ক্ষেত্রেও বিষয়টা একই। তিনি পঞ্জাবের প্রথম তিনটে ম্যাচ খেলতে পারেননি চোটের জন্য।বর্তমানে প্রতিটা IPL-এর প্লেয়ারদের ফিটনেস সার্টিফিকেট দেখাতে হয় ফ্র্যাঞ্চাইজির কাছে। প্লেয়াররা নিজেরা এই ফিটনেস পরীক্ষা করান। কোনও ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এটা করা হয় না। এক্ষেত্রে বিশেষজ্ঞদের মত, একাধিক প্লেয়ার সুযোগের জন্য নকল ফিটনেস সার্টিফিকেট দেখিয়ে থাকেন। জেসন রয়ের চোটব্যর্থ রহমানুল্লা গুরবাজের বদলে লিটন দাসকে সুযোগ দেওয়া হয়। কিন্তু তিনি ব্যর্থ হন। বারবার তাঁকে সুযোগ দেওয়ার দাবি করা হলেও তিনি তা রাখতে পারলেন না। জেসন রয় সুযোগ পাওয়াটাকে কাজে লাগালেও চোট নিয়ে চিন্তা রইল। তাঁর চোটের কী অবস্থা তা জানা যায়নি। দলের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/6nPO5sZ
Leave Comments
Post a Comment