রাজু ঝা হত্যাকাণ্ডে ধৃত অভিজিৎ-কে নিয়ে দুর্গাপুরের দোকানে তল্লাশি, কী রহস্য লুকিয়ে? https://ift.tt/dm9Eebo - MAS News bengali

রাজু ঝা হত্যাকাণ্ডে ধৃত অভিজিৎ-কে নিয়ে দুর্গাপুরের দোকানে তল্লাশি, কী রহস্য লুকিয়ে? https://ift.tt/dm9Eebo

Durgapur News : দুর্গাপুরের সিটি সেন্টারের দু’টি দোকানে কি লুকিয়ে আছে রাজু ঝা হত্যাকাণ্ডের কোনও রহস্য? তদন্ত করে দেখছে সিট। যদিও, এদিন ঘটনায় ধৃত অভিজিৎ মণ্ডলকে নিয়ে দুটি দোকানে তল্লাশি চালাতে যান সিটের তদন্তকারী আধিকারিকরা। দোকান দুটি বন্ধ থাকায় সিল করে দেওয়া হয়। দুটি দোকান থেকে হত্যাকাণ্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে পুলিশের অনুমান।ইতিমধ্যে রাজু ঝা খুনে দুর্গাপুরের সিটি সেন্টারের দু’টি দোকানে তল্লাশি চালাতে সার্চ ওয়ারেন্টের জন্য আদালতে আবেদন জানায় সিটের তদন্তকারী অফিসার'রা। সরকারি আইনজীবী সার্চ ওয়ারেন্ট কেন প্রয়োজন তা উল্লেখ করেন আদালতের সামনে। ঘটনায় ধৃত অভিজিৎ মণ্ডলের দুই আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায় যদিও এই সার্চ ওয়ারেন্টের আবেদনের বিরোধিতা করেন।তাঁরা জানান, পুলিশ এমনিতেই তল্লাশি চালাতে পারে। এর জন্য সার্চ ওয়ারেন্টের প্রয়োজন নেই। দু’পক্ষের সওয়াল শুনে পুলিশকে আইন মোতাবেক কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন সিজেএম। নির্দেশে সিজেএম জানিয়েছেন, সিআরপিসির ১২ চ্যাপ্টার অনুযায়ী পুলিশের তদন্তের অধিকার রয়েছে। সিআরপিসির ১৬৫ থেকে ১৬৬বি ধারা অনুযায়ী তদন্তের প্রয়োজনে যে কোনও জায়গায় পুলিশ তল্লাশি চালাতে পারে।রাজু ঝা খুনে অভিযুক্ত হিসাবে অভিজিৎকে গ্রেফতার করেছে পুলিশ। সিজেএম আদালতে বুধবার ধৃতকে ১৪ দিন পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিজিৎ পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের এক ব্যবসায়ীর গাড়ির চালক। হেফাজতে পাওয়ার পর সন্ধ্যায় তাকে নিয়ে সিটি সেন্টার এলাকায় দু’টি দোকানে তল্লাশি চালাতে যায় সিট। সেখানে গিয়ে দোকান তালাবন্ধ অবস্থায় দেখতে পান তদন্তকারীরা। চাবি না পেয়ে দু’টি দোকান সিল করে দেয় পুলিশ। ধৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে দোকান দু’টিতে তল্লাশি চালানো প্রয়োজন বলে দাবি পুলিশের। সেখান থেকে রাজুকে খুনের বিষয়ে কিছু তথ্য মিলতে পারে বলে সিটের তদন্তকারীদের অনুমান।উল্লেখ্য, গত ১ এপ্রিল শক্তিগড়ে খুন হন কয়লা ব্যবসায়ী রাজু ঝা। ঘটনার পরেই তদন্তের স্বার্থে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে পূর্ব বর্ধমান পুলিশ। এরপর প্রায় ১৯ দিন পর ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসাবে পানাগড় থেকে অভিজিৎ মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করা হয়। অভিজিৎকে জিজ্ঞাসাবাদ করেই এই খুনের ব্যাপারে আরও কিছু তথ্য উঠে আসবে বলেই ধারণা সিট এর তদন্তকারী আধিকারিকদের।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/Ksgqkph

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads