চিপকেও তিন স্পিনারের দিকে ঝুঁকে টিম ইন্ডিয়া, আজ সিরিজ ফয়সালার ম্যাচে হয়তো এগারোয় ওয়ার্নার https://ift.tt/CoylE9q - MAS News bengali

চিপকেও তিন স্পিনারের দিকে ঝুঁকে টিম ইন্ডিয়া, আজ সিরিজ ফয়সালার ম্যাচে হয়তো এগারোয় ওয়ার্নার https://ift.tt/CoylE9q

এই সময়: দুটো টিমই বিশ্বসেরা। দুটো টিমই আগামী বিশ্বকাপে ট্রফি জয়ের দাবিদার। দুটো টিমের ব্যাটিং লাইন আপেই যথেষ্ট গভীরতা। কিন্তু চলতি সিরিজের প্রথম দুটি ম্যাচ দেখে তা বোঝার উপায় নেই। কারণ কোনও টিমই দুটো টিমের একটাতেও ২০০ পেরোয়নি। ভারতের মাটিতে কোনও এত লো স্কোরিং হবে, ভাবা যায়নি। বিশাখাপত্তনমে দ্বিতীয় ম্যাচে ১০ উইকেটে হেরেছিল ভারত। তার চেয়েও বড় কথা, ১১৮ রানের টার্গেট মাত্র ১১ ওভারে তুলে দিয়েছিল অস্ট্রেলিয়া। আজ চেন্নাইয়ে সিরিজের শেষ ও নির্ণায়ক ম্যাচ। এখানে ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মিচেল স্টার্ক, যাঁর বাঁ হাতি পেস ও সুইং এই মুহূর্তে টিম ইন্ডিয়ার কাছে আতঙ্ক। চেন্নাইয়ে শেষ ওয়ান ডে হয়েছে ২০১৯ সালে। আর অস্ট্রেলিয়া শেষবার এখানে খেলেছে ২০১৭ সালে। তবে সেই ম্যাচ ছিল বৃষ্টিবিঘ্নিত। ভারতের কাছে আগামী অগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে এটাই দেশের মাঠে শেষ চারটি ওয়ান ডে-র একটি। এরপরে বিশ্বকাপের আগে দেশের মাঠে মাত্র তিনটি ওয়ান ডে খেলার সুযোগ পাবে ভারত। কাজেই প্রস্তুতির দিক থেকে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। একদিকে যেমন থাকছে স্টার্ক আতঙ্ক, তেমনই থাকছে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা। এখন প্রশ্ন, টপ অর্ডারে ভারত ব্যাটিং অর্ডারে কোনও বদল করবে কি না। কেউ কেউ মনে করছেন, চার নম্বরে রাহুলকে তুলে এনে পাঁচে সূর্যকুমার যাদবকে ব্যবহার করলে সেটা ইতিবাচক হবে। পরপর দুটো ম্যাচে প্রথম বলে ০, চেন্নাইয়েও ফেল করলে সূর্যকুমারকে নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হবে। কারণ শ্রেয়স আইয়ারের মতো ব্যাটার বাইরে বসে আছেন। যাঁর ওয়ান ডে রেকর্ড যথেষ্ট ভালো। রোহিত গত ম্যাচের পরে দাবি করেছিলেন, স্টার্ককে খেলার মতো রসদ ভারতের আছে। সঙ্গে এ-ও জানিয়েছিলেন, সূর্যের মতো ব্যাটারকে আরও সুযোগ দেওয়া হবে। অধিনায়কের কথায়, 'ওয়ান ডে ফর্ম্যাটে ওকে আমরা সাত থেকে দশটা ম্যাচ খেলাতে চাই।'চেন্নাইয়ে উইকেটে স্পিনারদের জন্য কিছু না কিছু থাকতে পারে। বিশাখাপত্তনমে তিন স্পিনার খেলিয়েছিল ভারত। কিন্তু জাডেজা বল করারই সুযোগ পাননি। তার আগেই ম্যাচ শেষ হয়ে যায়। জাডেজা ও অক্ষর ছাড়া তৃতীয় স্পিনার হিসেবে বিশাখাপত্তনমে খেলেছিলেন কুলদীপ। বাঁ হাতি চায়নাম্যান বোলারের বলে অজিরা চাপে পড়তে পারেন, এটাই ছিল ভাবনা। সেই জন্য বসতে হয়েছিল যুজবেন্দ্র চাহলকে। এখানেও অনেকে মনে করছেন, প্রথম এগারোয় চাহলের না থাকাটা বিচক্ষণতার কাজ নয়। যা খবর, চিপকে ভারত ফের তিন স্পিনারই খেলাতে চাইছে। তবে কুলদীপ যাদবের জায়গায় অলরাউন্ডার হিসেবে ওয়াশিংটন সুন্দর সুযোগ পেতে পারেন। সামি-সিরাজের পেস আক্রমণ দ্বিতীয় ম্যাচে একেবারেই সাদামাঠা ছিল। তবে এই ম্যাচে বদল হবে না।উল্টে টিমে বদল করতে পারে অস্ট্রেলিয়া। দিল্লি টেস্টের পরে সুস্থ হয়ে টিমে ফিরেছেন ডেভিড ওয়ার্নার। কাজেই ওপেনার হিসেবে তিনি ফিরবেন ট্র্যাভিস হেডের সঙ্গে। ওয়ার্নারের বদলি হিসেবে ওপেন করা মিচেল মার্শ প্রথম দুটো ম্যাচে ৮১ ও ৬৬ নট আউট করলেও তাঁকে নেমে যেতে হবে মিডল অর্ডারে। টেস্ট ম্যাচে ওয়ার্নারের ফর্মের অবনতি হলেও সাদা বলের ক্রিকেটে তিনি এখনও অপরিহার্য। সুস্থ হয়ে টিমে ফিরতে পারেন গ্লেন ম্যাক্সওয়েলও। স্পিনার হিসেবে শন অ্যাবটের জায়গায় আসতে পারেন অ্যাস্টন অ্যাগর। এ ছাড়াও থাকবেন অ্যাডাম জাম্পা। সব মিলিয়ে উত্তেজক নির্ণায়ক ম্যাচের আবহ তৈরি। এখন শুধু মাঠে বল পড়ার অপেক্ষা। আইপিএলের আগে এটাই চিপকে শেষ ম্যাচ। সব টিকিটই বিক্রি হয়ে গিয়েছে। আশা করা হচ্ছে, এই ম্যাচে অন্তত ব্যাটারদের কাছ থেকে ইতিবাচক কিছু পাওয়া যাবে।আজ টিভিতেভারত: অস্ট্রেলিয়া (দুপুর ১.৩০)সরাসরি স্টার স্পোর্টসে


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/UzT8osc
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads