অখিল গিরির গড়ে ভাঙন, তৃণমূল ছেড়ে BJP-তে যোগ ৫০০ পরিবারের https://ift.tt/MezLRhF - MAS News bengali

অখিল গিরির গড়ে ভাঙন, তৃণমূল ছেড়ে BJP-তে যোগ ৫০০ পরিবারের https://ift.tt/MezLRhF

: রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির বিধানসভা কেন্দ্রে ব্যাপক ভাঙন ধরল তৃণমূল কংগ্রেসে। এলাকার এক তৃণমূল নেতা সহ ৫০০ টি পরিবার এবার ছেড়ে BJP-তে যোগদান করলেন। পঞ্চায়েত নির্বাচনের আগে এই যোগদান কার্যত শাসক দল তৃণমূল কংগ্রেসের কপালে চিন্তার ভাঁজ ফেলল বলে রাজনৈতিক মহলে ধারণা। এদিকে দাপুটে কারামন্ত্রী অখিল গিরির বিধানসভা এলাকায় তৃণমূল নেতা ও সমর্থকদের মধ্যে দলবদল নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়েছে। ঘটনার সূত্রপাত, মঙ্গলবার বিকেলে। সেই সময় রামনগরের একটি এলাকায় BJP-র কিষান মোর্চার সভা আয়োজন করা হয়। সভায় রামনগরের দাপুটে তৃণমূল নেতা মনোজিৎ মান্না সহ প্রায় ৫০০ টি পরিবার BJP-তে যোগদান করেন। নবাগত তৃণমূল নেতা ও সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন কাথি সাংগঠনিক জেলা সভানেত্রী মৌমিতা দাস। এছাড়াও উপস্থিত ছিলেন BJP মণ্ডল নেতৃত্ব থেকে জেলা নেতৃত্বরা। কাঁথি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী মৌমিতা দাস বলেন, "এটা খুবই খুশির খবর। অনেক ভাইদের রক্ত ঝরেছে। অনেক মায়েদের সম্মানহানি হয়েছে। পশ্চিমবঙ্গে যাতে পদ্ম ফোটাতে পারি সব রকমের চেষ্টা চালাচ্ছি। তৃণমূল থেকে BJP-তে যোগদানে বাড়তি অক্সিজেন পেলাম। শাসকের রক্তচক্ষুকে আর কেউ ভয় পায় না তা বোঝা যাচ্ছে।"তৃণমূল ছেড়ে BJP-তে যোগদানকারী মনোজিৎ মান্নার কথায়, "দীর্ঘদিন ধরে আমি কলেজে রাজনীতি করতাম। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির শিক্ষাগত যোগ্যতা নিয়ে হাইকোর্টে মামলা করেছিলাম। এই মামলা এখনও চলছে। তৃণমূল করা সত্ত্বেও স্থানীয় বিধায়কের অত্যাচার ও স্বজন পোষণ বিরুদ্ধে সোচ্চার হয়েছি। আজ একাধিক মানুষ তৃণমূল কংগ্রেস থেকে BJP-তে যোগদান করলেন। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে বুঝিয়ে দেবো, সেটা শুধু সময় অপেক্ষা।" এদিকে, তৃণমূল ছেড়ে BJP-তে এই যোগদান প্রসঙ্গে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল নেতৃত্বরা। স্থানীয় এক তৃণমূল নেতা অনুপ কুমার মাইতির বক্তব্য, " একটি চলমান গাড়ি। গত বিধানসভা নির্বাচনের আগে অনেকেই চলমান গাড়ি থেকে নিচে নেমে গিয়ে ছিলেন। আবারও ফিরে এসেছেন।"যদিও তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দান করা মনোজিৎ মান্না জানিয়েছেন, "যত এগিয়ে আসবে, ততই একে একে সব পঞ্চায়েতে তৃণমূলের শূন্য হওয়ার পরিস্থিতি তৈরি হবে। ভয়-ভীতি ও পুলিশের ভয় দেখিয়ে কোনও ভাবে BJP-কে রাখা যাবে না"। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে BJP-র রণকৌশল যত এগিয়ে যাচ্ছে, তাতে তৃণমূল দিনে দিনে কোণঠাসা হয়ে যাচ্ছে। তার ছবিই এদিন দেখা গেল তৃণমূল ছেড়ে BJP-তে যোগদানকে ঘিরে।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/q5mNaTg
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads