লঞ্চে বসেই এবার গঙ্গা আরতি দর্শন! পরিকল্পনা পর্যটন দফতরের https://ift.tt/7iTkF0b - MAS News bengali

লঞ্চে বসেই এবার গঙ্গা আরতি দর্শন! পরিকল্পনা পর্যটন দফতরের https://ift.tt/7iTkF0b

এই সময়: এ বার গঙ্গাবক্ষে লঞ্চে বসেই গঙ্গা-আরতি দর্শনের সুযোগ মিলতে চলেছে। এ জন্যে নতুন লঞ্চ পরিষেবা চালু করতে চলেছে রাজ্য পর্যটন দপ্তর। নবান্ন সূত্রের খবর, সম্প্রতি কলকাতার গঙ্গার ঘাটে যে গঙ্গা-আরতি চালু হয়েছে, তা আরও আকর্ষণীয় করে তুলতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই পরামর্শে গঙ্গা-আরতির সময়ে নদীবক্ষে একটি লঞ্চ রাখা থাকবে। সেখান থেকে দেখা যাবে আরতি। পর্যটন দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন, লঞ্চ থেকে আরতি দেখার জন্যে খুব সামান্য ভাড়াই গুণতে হবে। আরতি শুরু হওয়ার আগে নির্ধারিত সময়ে ফেরিঘাট থেকে দর্শনার্থীদের লঞ্চে তোলা হবে। আরতি শেষে ফেরিঘাটে পৌঁছে দেওয়া হবে। দর্শনার্থীদের সুবিধার্থে অদূর ভবিষ্যতে অনলাইনে টিকিটের ব্যবস্থাও হবে। চা-স্ন্যাক্সসের সুবিধা মিলবে। যদিও সবটাই রয়েছে পরিকল্পনার স্তরে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মুখ্যমন্ত্রীর ইচ্ছা মেনে বেনারসের মতো কলকাতার বাজেকদমতলা ঘাটে গঙ্গা-আরতি চালু হয়েছে। যার ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে কলকাতা পুরসভা। মেয়র-পারিষদ তারক সিং জানান, আরতি দেখতে প্রতিদিন শয়ে-শয়ে মানুষ ভিড় করছেন। বাইরের পর্যটকরাও আসছেন। লঞ্চ পরিষেবা চালু হলে এর আকর্ষণ আরও বাড়বে। এর জন্যে মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে কথাও বলেছেন পর্যটনসচিব নন্দিনী চক্রবর্তী। লঞ্চ থেকে আরতি দেখতে কেমন লাগবে, তার 'ট্রায়াল রান'ও হয়েছে। পর্যটন দপ্তর সূত্রে খবর, বাজেকদমতলা ঘাটে যেখানে আরতি হয়, সেখানে 'হাইমাস্ট' বাতিস্তম্ভ থাকায় লঞ্চ থেকে আরতি দেখতে অসুবিধা হচ্ছে। তাই সেই আলো বন্ধ করতে বলা হয়েছে। যে অস্থায়ী লোহার স্ট্যান্ডের উপর দাঁড়িয়ে আরতি করা হয়, সেখানে এলইডি আলো ব্যবহারের ফলেও দূর থেকে দেখায় সমস্যা হচ্ছে। সে-সব বদলে নতুন আলো লাগানো হবে। আরতির জন্য আপাতত বেহালার একটি ধর্মীয় সংস্থাকে মৌখিক ভাবে দায়িত্ব দিয়েছে পুরসভা। ওই সংস্থার মুখ্য পৃষ্ঠপোষক আবার তারক সিং। মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধনের পর থেকে প্রতিদিনই তারা আরতির আয়োজন করছে। আরতির জন্য লোকও ভাড়া করতে হয়েছে। তবে বিনিময়ে সংস্থাটি পুরসভার কাছ থেকে কত টাকা পাবে, তা এখনও স্পষ্ট করেনি পুরসভা। এক পুর-আধিকারিক বলেন, 'হঠাৎ করে সিদ্ধান্তের ফলে এখনও কোনও টেন্ডার ডাকা হয়নি। যা করতে হবে নিয়ম মেনেই।'


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/Js5gflS
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads