মুখোমুখি রাহুল-জয়শংকর, G 20-র পরামর্শদাতা কমিটির বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় https://ift.tt/V7B2v1c - MAS News bengali

মুখোমুখি রাহুল-জয়শংকর, G 20-র পরামর্শদাতা কমিটির বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় https://ift.tt/V7B2v1c

বিদেশমন্ত্রী এস জয়শংকরের মুখোমুখি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। দীর্ঘক্ষণ কথা বললেন যুযুধান দুই রাজনৈতিক নেতা। সূত্রের খবর, বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতীয় গণতন্ত্র নিয়ে করা মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। চলতি বছরেই ভারতে বসছে G-20 সম্মেলন। সেপ্টেম্বরে দিল্লিতে আসবেন এই সংগঠনের আওতাভুক্ত দেশের রাষ্ট্রনেতারা। G-20 সম্মেলনকে সফল করতে বিদেশমন্ত্রীর নেতৃত্বে একটি পরামর্শদাতা কমিটি তৈরি করেছে কেন্দ্র। শনিবার কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন জয়শংকর। কমিটির সদস্য হওয়ায় ওই বৈঠকে ছিলেন রাহুল গান্ধীও।সূত্রের খবর, ওই বৈঠক ওয়ানাডের কংগ্রেস সাংসদ বলেন, "ভারতীয় গণতন্ত্র সম্পর্কে লন্ডনের আলোচনা সভায় কোনও বিরূপ মন্তব্য করিনি। এদেশের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে কিছু প্রশ্ন তুলেছি মাত্র।" এর পাশাপাশি, গণতন্ত্র-বিতর্ককে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেন রাহুল গান্ধী। এদেশের রাজনৈতিক নেতৃত্বই এই সমস্যার সমাধান করতে পারবেন বলে বিশ্বাস রয়েছে তাঁর। প্রসঙ্গত, লন্ডনের আলোচনা সভায় ভারতীয় গণতন্ত্র সম্পর্কে মন্তব্যের পর থেকেই রাহুল গান্ধীর উপর তীব্র আক্রমণ শানিয়ে যাচ্ছে BJP। রাহুলকে 'দেশ বিরোধী' বলে উল্লেখ করে তাঁর সাংসদ পদ কেড়ে নেওয়ার দাবি জানিয়েছেন পদ্ম-নেতারা। শনিবারের বৈঠকে BJP এই আক্রমণের পালটা জবাব দেন ওয়ানাডের কংগ্রেস সাংসদ। এই নিয়ে BJP সাংসদদের সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্য বিনিময়ও হয় বলে জানা গিয়েছে।সূত্রের খবর, G-20 সম্মেলনের পরামর্শদাতা কমিটির বৈঠক শুরু হতেই লন্ডনের আলোচনাসভার প্রসঙ্গ টানেন রাহুল। সঙ্গে সঙ্গে তাঁকে বাধা দেন BJP সাংসদরা। এই বৈঠক ওই আলোচনার সঠিক মঞ্চ নয় বলে দাবি করেন তাঁরা। এই অবস্থায় উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হওয়ায় হস্তক্ষেপ করেন বিদেশমন্ত্রী। তিনি রাহুলকে G-20 নিয়ে বলতে বলেন। "ভারতের সভাপতিত্বে হতে চলা এই সম্মেলনের থেকে নজর ঘোরানোর চেষ্টা হচ্ছে।" বৈঠকে অভিযোগ করেন জয়শংকর। বিদেশমন্ত্রীর এহেন মন্তব্যের পর চুপ করে থাকেননি রাহুল গান্ধী। তিনি পালটা বলেন, "অনেকে সাংসদই আলোচনার বিষয়বস্তুর বাইরে গিয়ে কথা বলছেন। তাঁদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে।" অথচ তাঁকে কথা বলতে দেওয়া হচ্ছে না বলে ক্ষোভ উগড়ে দেন তিনি। এর পরই আলোচনার বিষয়বস্তুর উপরেই শুধু মাত্র কথা হবে বলে বৈঠকে স্পষ্ট করে দেন বিদেশমন্ত্রী জয়শংকর। পাশাপাশি রাহুলকে সংসদে রাজনৈতিক বক্তব্য রাখার পরামর্শ দেন তিনি। বৈঠক শেষে কমিটি সদস্যদের সঙ্গে তোলা গ্রুপ ছবি টুইটার হ্যান্ডলে পোস্ট করেন বিদেশমন্ত্রী। বৈঠকে যোগ দেওয়ার জন্য সমস্ত সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। প্রসঙ্গত এই বৈঠকে রাহুল ছাড়াও ছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর, তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা, শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চর্তুবেদী। এছাড়াও ছিলেন গেরুয়া শিবিরের একাধিক সাংসদও।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/VqZa6XN
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads