ডিএ নিয়ে বাজেট বিতর্কে জবাব চন্দ্রিমার https://ift.tt/yJklh8g - MAS News bengali

ডিএ নিয়ে বাজেট বিতর্কে জবাব চন্দ্রিমার https://ift.tt/yJklh8g

এই সময়: দেওয়ার জন্য মন্ত্রিসভার অনুমোদনের প্রয়োজন নেই বলে শুক্রবার বিধানসভায় জানালেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এ দিন বাজেট বিতর্কের জবাবি ভাষণ দিচ্ছিলেন তিনি। বিজেপির তরফে ডিএ-র বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এরই জবাবে অর্থমন্ত্রী বলেন, 'সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ দেওয়ার কথা আমি ঘোষণা করেছি। মুখ্যমন্ত্রী সব সময়ে নির্দেশ দিতে পারেন। (তবে) ঘোষণা করার অধিকার আমারও রয়েছে।' বুধবারই ৩ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। কিন্তু তাতেও সন্তুষ্ট নন আন্দোলনকারী সরকারি কর্মী ও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাকর্মী সংগঠনের সদস্যরা। দাবি, কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, শূন্যপদে স্বচ্ছ ভাবে দ্রুত নিয়োগ করতে হবে। এমন গুচ্ছ দাবিদাওয়া সামনে রেখে শুক্রবার বিধানসভা অভিযানের ডাক দেন আন্দোলনকারীরা। এতে সামিল ছিল কো-অর্ডিনেশন কমিটি এবং ১২ জুলাই কমিটি। যোগ দেন সংগ্রামী মঞ্চের সদস্যরাও। বাজেট পেশের পরই ডিএ বৃদ্ধির সিদ্ধান্তকে 'ভিক্ষার দান' বলে কটাক্ষ করতে থাকে সরকারি কর্মচারী ও শিক্ষকদের নানা সংগঠন। কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি ডিএ-তে যে বিপুল ঘাটতি রয়েছে, অবিলম্বে তা পূরণেরও দাবি জানান তাঁরা। এ নিয়ে রাজ্য প্রশাসনের উপর চাপ বাড়াতে শুক্রবার বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল সরকারি কর্মচারীদের ৩০টি সংগঠন। পাশাপাশি, মিছিল করে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচিও ছিল কর্মচারীদের একাংশের। কিন্তু বিধানসভা চত্বরে পৌঁছনোর আগে এসএন ব্যানার্জি রোডেই মিছিল আটকে দেয় পুলিশ। একাধিক মিছিলের জেরে দীর্ঘক্ষণ আটকে পড়ে মধ্য কলকাতার বেশ কিছু এলাকা। আবার, শিক্ষক সংগঠন ওয়েবকুটার ডাকে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন এ দিন দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত আংশিক কর্মবিরতি পালন করে। কলকাতা, প্রেসিডেন্সি, যাদবপুর এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ক্যাম্পাসে অবস্থান-বিক্ষোভ ও কর্মবিরতিতে সামিল হয়।বকেয়া ডিএ-র দাবিতে কয়েক মাস ধরে ধারাবাহিক আন্দোলন চালাচ্ছিলেন সরকারি কর্মী ও শিক্ষক-শিক্ষাকর্মীদের একাংশ। ট্রাইবুনাল, হাইকোর্ট পেরিয়ে বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। এরই মধ্যে কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে শহিদ মিনার ময়দানে অবস্থান শুরু করে ২৮টি সংগঠনের যৌথ সংগ্রামী মঞ্চ। সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ৩৩। এঁদের কেউ কেউ রিলে অনশনও শুরু করেছেন। কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ মেটানোর দাবিতে আগামী সোম-মঙ্গলবার রাজ্যে ৪৮ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে যৌথ সংগ্রামী মঞ্চ। মঞ্চের তরফে চন্দন গরাই বলেন, 'সব কর্মচারী সংগঠনকেই এতে যোগ দেওয়ার ডাক দেওয়া হয়েছে।'


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/VaNd37F
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads