Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/XZnKCyS
করাচিতে পুলিশ হেডকোয়ার্টারে আত্মঘাতী হামলা, ফের রক্তাক্ত পাকিস্তান https://ift.tt/cxq2Sk6

জঙ্গি হামলায় ফের রক্তাক্ত পাকিস্তান। এবার করাচিতে শীর্ষ পুলিশ আধিকারিকদের দফতরকে নিশানা করল সন্ত্রাসবাদীরা। শুক্রবার রাতে সেখানে আত্মঘাতী হামলা হয়। তার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই থামেনি বলে খবর মিলেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট সাত জনের। এদের মধ্যে পাঁচজন জঙ্গি ও একজন পুলিশ কর্মী বলে জানা গিয়েছে। গুরুতর আহত আরও ১০। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিট নাগাদ করাচির শরিয়া ফয়জাল এলাকায় পুলিশ কর্তাদের দফতরে হামলা চালায় জঙ্গিরা। ১০ সন্ত্রাসবাদীর একটি দল ওই দফতরের ভিতরে ঢুকে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। এর পরই পালটা প্রত্যাঘাত হানে পুলিশ। শুরু হয় গুলির লড়াই। এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে। পাক পুলিশের শীর্ষ কর্তা ইরফান বালোচ জানিয়েছেন, জঙ্গিরা পুলিশের উর্দি ব্যবহার করেছিল। দু’জন জঙ্গি দফতরের সামনের গেট দিয়ে ভিতরে ঢুকে আসে। বাকিরা পিছনের গেট দিয়ে ঢুকেছিল বলে জানিয়েছেন তিনি। পাক পুলিশের দাবি, জঙ্গিদের গায়ে তাঁদেরই উর্দি থাকায় সন্দেহ করা হয়নি। গেটে তাদের বাধা দেওয়ার চেষ্টা করেননি নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ডরা। জঙ্গি হামলার সঙ্গে সঙ্গেই গোটা দফতর খালি করে ফেলা হয়। দফতরের ভিতর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পাক সংবাদ মাধ্যম। শুক্রবারের হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই তালিবান পাকিস্তান বা টিটিপি। গত বছর পাক সরকার ও টিটিপি জঙ্গি গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা হয়েছিল। কিন্তু গত নভেম্বরে সেই সমঝোতা ভেঙে যায়। এর পর থেকেই পাকিস্তানে দ্রুত হারে বেড়েছে জঙ্গি হামলার ঘটনা। চলতি বছরের ৩১ জানুয়ারি পেশোয়ারে একটি মসজিদে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। প্রার্থনার সময় মারাত্মক বিস্ফোরণ হয় সেখানে। সেই ঘটনায় প্রাণ হারান শতাধিক মানুষ। পেশোয়ারকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই পঞ্জাব প্রদেশের একটি থানায় হামলা চালায় জঙ্গিরা। সেখানেও দীর্ঘক্ষণ ধরে চলে গুলির লড়াই। পাক পুলিশের প্রত্যাঘাতে শেষ পর্যন্ত পিছু হটে জঙ্গিরা। থানার হাতিয়ার লুঠ করতেই ওই হামলা হয়েছিল বলে দাবি করে পাক প্রশাসন। শুক্রবারের রাতে হামলার পর এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দেন সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ। পদস্থ পুলিশ কর্তাদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দেন তিনি।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/XZnKCyS
Previous article
Next article
Leave Comments
Post a Comment