Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/HBz4rO7
উচ্ছ্বাস ডেকে আনল বিপত্তি, নাগরদোলায় সেলফি তুলতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা https://ift.tt/VHoapf3

: উচ্ছাস ডেকে অন্য বিপত্তি! নাগরদোলায় সেলফি তুলতে গিয়ে আহত এক যুবক। দুর্ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার লাভপুরে। আহত যুবকের নাম ফিরদৌস মোল্লা (১৯)।গুরুতর আহত ওই যুৱককে প্রথমে () পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার স্বার্থে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে ওই যুবক চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে খবর, নাগরদোলায় সেলফি তুলতে গিয়ে বিপত্তি লাভপুরের মেলায়। নাগরদোলার রডে ধাক্কা লেগে গুরুতর আহত হল যুবক। গতকাল সন্ধ্যে নাগাদ ঘটনাটি ঘটেছে লাভপুর ফুল্লরা মহামেলায় (Fullora Mela)। আহত ওই যুবক ফিরদৌস মোল্লা লাভপুর ঠাকুর পাড়ার বাসিন্দা। সে চেন্নাইয়ে কাজ করতো। ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মেলা চত্বরে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ঘটনার সময় ওই যুবক মেলার ব্রেক ডান্স নাগরদোলায় চেপেছিল। উত্তেজনার বশে সে নাগর দোলায় চড়ে সেলফি তুলছিল। সেই সময় হঠাৎ নাগরদোলা চলতে শুরু করে। তখনই তার হাত থেকে ফোনটি নিচে পড়ে যায়। তখন সে নিচু হয়ে তার ফোন তুলতে গেলে অতর্কিতে বাইরে বেরিয়ে থাকা একটি রড তার মাথায় ধাক্কা মারে। ঘটনাস্থলে গুরুতর চোট পায় যুবকটি। হইচই পড়ে যায় মেলা চত্বর জুড়ে। ছুটে আসেন মেলার অন্যান্য দর্শকরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লাভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা করে তাকে স্থানান্তরিত করে দেওয়া হয়। তবে পরিবার সূত্রে খবর, বর্তমানে তাদের ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার পিজিতে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে। স্থানীয়রা জানিয়েছেন, অতর্কিতে ছবি তোলার কারণেই যুবকটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। লোহার রড মাথায় এসে লাগায় ঘটনাস্থলে অচৈতন্য হয়ে পড়ে ছেলেটি। মেলা কমিটির লোকজন এবং স্থানীয়রা প্রথমে ধরাধরি করে তাকে নাগরদোলার বাইরে নিয়ে আসে। এরপরেই হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। এই ধরণের ঝুঁকিপূর্ণ দোলন যন্ত্রে চড়ার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করা প্রয়োজনে। এরপরেও যুবক-যুবতীরা ভুল করে ফেলায় সচেতনতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। প্রসঙ্গত, দিন তিনেক আগেই মরণ কূপ থেকে বাইক ছিটকে গিয়ে দুর্ঘটনা ঘটে (Asansol) সালানপুরে। দুর্ঘটনায় আহত হন মেলায় খেলা দেখতে আসা ৯ জন দর্শক। দুর্ঘটনার পর হুড়োহুড়ি লেগে যায় মেলা চত্বরে। আহতদের মধ্যে এক মহিলা ও দুই শিশু ছিল। ঘটনাটি ঘটে আসানসোলের সালানপুরে অনুষ্ঠিত হওয়া মুক্তাইচন্ডী মেলায় ()।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/HBz4rO7
Previous article
Next article
Leave Comments
Post a Comment