Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/R1jb8wz
লাদেন-জওয়াহিরির কুর্সিতে মিশরীয় আদেল, কাকে 'মাথায় বসাল' আল-কায়দা? https://ift.tt/1tIGTwc

ওসামা বিন-লাদেন ও আয়মান আল-জওয়াহিরির মৃত্যুর পরও শেষ হয়ে যায়নি জঙ্গি সংগঠন আল-কায়দা। উলটে কুখ্যাত এই দুই জঙ্গিনেতার উত্তরসূরি হিসেবে উঠে এসেছে সায়েফ আল-আদেন। সম্প্রতি এই তথ্য সামনে আনেন মার্কিন গোয়েন্দারা।
লাদেন-জওয়াহিরির উত্তরসূরী
আমেরিকার দাবি, বর্তমানে আল-কায়দার সংগঠন পরিচালনার দায়িত্ব রয়েছে সায়েফ আল-আদেনের কাঁধে। জওয়াহিরির মতো এই ব্যক্তিও জন্মসূত্রে মিশরীয়। গত শতাব্দীর ন’-র দশকে আফ্রিকার তানজানিয়া ও কেনিয়ায় আমেরিকার দূতাবাসে জঙ্গি হামলার ঘটনা ঘটে। ওই জোড়া হামলার ঘটনায় প্রাণ গিয়েছিল প্রায় ২২০ জনের। মার্কিন গোয়েন্দাদের দাবি, দূতাবাসে হামলার মূল চক্রী ছিলেন আদেল। ২০০১-এ নিউ ইয়র্কে ৯/১১ হামলার পর থেকেই লাদেনের খোঁজ শুরু করেছিল আমেরিকা। মার্কিন গোয়েন্দাদের দাবি, লাদেন ও জওয়াহিরি পরিকল্পিত ওই হামলার প্রবল বিরোধী ছিল আদেল। “৯/১১ হামলার সময় লাদেন ও জওয়াহিরির সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছিল আদেলের। তার যুক্তি ছিল মূল ভূখণ্ডে হামলা হলেই তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে পালটা প্রত্যাঘাত চালাবে আমেরিকা। যা ঠেকানোর ক্ষমতা নেই আল-কায়দার। ফলে আফগানিস্তানের ডেরা হাতছাড়া হতে পারে বলে লাদেন ও জওয়াহিরিকে বুঝিয়েছিল আদেল।” জানিয়েছেন মার্কিন গোয়েন্দারা।কোথায় লুকিয়ে আদেল?
আদেলের বর্তমান অবস্থান নিয়েও তথ্য সামনে এনেছে আমেরিকা। বর্তমানে ইরানে লুকিয়ে আছে আদেল। সেখান থেকেই আল-কায়দার নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছে এই জঙ্গি নেতা। তার উপর নজরদারি চালাতে বিশেষ বাহিনী তৈরি করেছেন মার্কিন গোয়েন্দারা। গত বছরের জুলাইতে কাবুলে মার্কিন ড্রোন হামলায় মৃত্যু হয় জওয়াহিরির। সেই ঘটনার প্রায় সাত মাসের মাথায় আল-কায়দার নতুন নেতার নাম প্রকাশ্যে আনল আমেরিকা। মার্কিন গোয়েন্দাদের কথায়, লাদেন বা জওয়াহিরির চেয়েও নৃশংস এই জঙ্গি নেতা। উল্লেখ্য, কয়েকদিন আগেই উপসাগরের কাছে একটি জাহাজ থেকে বিপুল পরিমাণ অস্ত্র-শস্ত্র উদ্ধার করে মার্কিন নৌসেনা। ওই অস্ত্র মিশরের হুতি বিদ্রোহীদের কাছে পাঠানো হচ্ছিল বলে অনুমান। শুধু তাই নয়, মিশরের বিভিন্ন জায়গায় একাধিকবার হামলা চালিয়েছে আল-কায়দা। ফলে ওই অস্ত্র হাত ঘুরে জঙ্গিদের কাছে যাচ্ছিল কিনা তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। প্রসঙ্গত, এর আগে ইরানি কমান্ডার কাসেম সুলেমানিকেও ড্রোন হামলা চালিয়ে হত্যা করেছিল আমেরিকা। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, ইরানে লুকিয়ে থাকা আল-কায়দা নেতা আদেলকে খতম করতে তেমনই অপারেশন চালাতে পারে ওয়াশিংটন। এক্ষেত্রে ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সাহায্যও হবে বলে জানিয়েছেন তাঁরা।from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/R1jb8wz
Previous article
Next article
Leave Comments
Post a Comment