ত্রিপুরায় ৪১ জন প্রার্থীর নামে ক্রিমিনাল কেস, কোটিপতি ৪৫ https://ift.tt/hMaN3HE - MAS News bengali

ত্রিপুরায় ৪১ জন প্রার্থীর নামে ক্রিমিনাল কেস, কোটিপতি ৪৫ https://ift.tt/hMaN3HE

Tripura Assembly Election 2023 : ত্রিপুরার বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন যাঁরা তাঁদের মধ্যে ৪৫জন কোটিপতি। সেখানে এবার প্রার্থী হয়েছেন ২৫৯ জন। তাদের মধ্যে ৪১জনের বিরুদ্ধে আছে ‘ক্রিমিনাল কেস’। শাসক থেকে বিরোধী, সবাই সেখানে যাদের প্রার্থী করেছে তাদের বেশিরভাগই আর্থিকভাবে সমৃদ্ধ। তেমনই একাধিক প্রার্থী আছে যাঁদের পকেট একেবারে ফাঁকা। পশ্চিম Mandwai Bazar কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে লড়াই করছেন Hiramuni Debbarma। Association for Democratic Reforms-এর হিসাবে, হিরামুনির হাতে আছে মাত্র ৭০০টাকা। মাত্র ৭০০টাকা নিয়ে তিনি লড়াইয়ে নেমেছেন কোটিপতি প্রার্থীদের বিরুদ্ধে। হিরামুনির মতোই অবস্থা নগেন্দ্র চন্দ্র শীলের। কল্যাণপুর-প্রমোদনগর আসনে নির্দল হয়ে লড়াই করছেন নগেন চন্দ্র শীল। নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামা অনুসারে তাঁর মোট সম্পত্তির পরিমাণ মাত্র ১২০০ টাকা। বাধারঘাট আসনের নির্দল প্রার্থী মৃদুলকান্তি সরকারের মোট সম্পত্তি আছে মাত্র ২ হাজার টাকা। এই টাকা নিয়েই নির্বাচনে লড়াই করে সমাজবদলের স্বপ্ন দেখছেন তারা। এবার লড়াই করছেন মোট ২৫৯জন। তাঁদের মধ্যে ১৪০জন বিভিন্ন জাতীয় দলের, ৯জন রাজ্য দলের, এবং ৫৮জন নির্দল। নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সঙ্গে তাদের কত সম্পত্তি আছে তা হলফনামা আকারে জমা দিয়েছেন প্রার্থীরা। ADR ওই হলফনামাগুলি বিশ্লেষণ করে দেখেছে, ত্রিপুরার এবার ৯জন প্রার্থীর সম্পতির পরিমাণ ৫ কোটি টাকার বেশি। ২০জনের সম্পত্তির পরিমাণ ২ কোটি টাকার বেশি। ADR-এর হিসাবে এবার সেখানে লড়াই করছেন ৪৫জন কোটিপতি। সবচেয়ে বেশি কোটিপতি আছেন শাসক BJP-র । তাঁদের ৫৫জন প্রার্থীর মধ্যে ১৭জন কোটিপতি। Tipra Motha দলের ৯জন এবং সিপিএম প্রার্থীর মধ্যে ৭জন কোটিপতি। কংগ্রেসের ৬জন, তৃণমূল কংগ্রেসের ৪ জন এবং ২জন নির্দল প্রার্থীও কোটিপতি বলে জানিয়েছে ADR। প্রার্থীদের মধ্যে সবচেয়ে ধনী ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মা। চাড়িলাম কেন্দ্র থেকে লড়াই করছেন তিনি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৫.৫৮ কোটি টাকা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha) লড়াই করছেন টাউন বড়দোয়ালি কেন্দ্র থেকে। হলফনামা অনুসারে তাঁর সম্পত্তির পরিমাণ ১৩.৯০ কোটি টাকা। টিপ্রা-মোথা দলের প্রার্থী অভিজিৎ সরকারের মোট সম্পত্তি আছে ১২.৫৭ কোটি টাকা। ADR-র হিসাবে BJP-র ৫৫জন প্রার্থীর গড় সম্পত্তির পরিমাণ ১.৮৬ কোটি টাকা। ধর্মনগর কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী চয়ন ভট্টাচার্যের সম্পত্তির পরিমাণ ৩.০৭ কোটি টাকা। ৪১জন প্রার্থীর বিরুদ্ধে আছে ক্রিমিনাল মামলা। ২০১৮ সালে ২৯৭জন প্রার্থীর মধ্যে ২২ জনের বিরুদ্ধে এই মামলা ছিল। ADR জানিয়েছে, ত্রিপুরার প্রার্থীদের মধ্যে ৬৫জন স্নাতক, ৫৫ জন উচ্চমাধ্যমিক পাশ, ৩৯জন মাধ্যমিক উত্তীর্ণ, ৩৬জন অষ্টম শ্রেণি পর্যন্ত এবং ৯জন পড়াশোনা করেছেন পঞ্চম শ্রেণি পর্যন্ত।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/cg96Q0s
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads