Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/am21xzc
হাসনাবাদের ভ্যাবলা স্টেশনে হকার উচ্ছেদ নোটিশ, উদ্বেগে ব্যবসায়ীরা https://ift.tt/opaAlYD

: শিয়ালদা-হাসনাবাদ লাইনে ভ্যাবলা হল্ট স্টেশনে হকার উচ্ছেদে নামল পূর্ব রেলওয়ে। স্টেশনের উপরে বসে থাকা সমস্ত দোকানদারদের অবিলম্বে উঠে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। সময়সীমা দেওয়া হয়েছে আগামী ১৮ ফেব্রুয়ারি, শনিবার পর্যন্ত। রেলের নোটিশকে কেন্দ্রে করে উত্তেজনা ছড়িয়েছে স্টেশনে চত্বরে। হকারদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় আইএনটিটিইউসি শ্রমিক সংগঠন। হকারদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করে, তবেই উচ্ছেদ হোক দাবি সংগঠনের। উত্তর ২৪ পরগনার বসিরহাটে হাসনাবাদ-শিয়ালদা লাইনে ভ্যাবলা স্টেশনে ইস্টার্ন রেলের পক্ষ থেকে রেল স্টেশনে দোকান করে বসে ঢাকা হকারদের উচ্ছেদের নোটিশ ধরানো হল। স্টেশন চত্বর দখল করে থাকা অবৈধ দোকানদারদের আগামী তিন দিনের মধ্যে অর্থাৎ ১৮ তারিখের মধ্যে রেলওয়ে প্রাঙ্গণ খালি করার নির্দেশিকা জারি করেছে পূর্ব রেল। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছাড়িয়েছে ভ্যাবলা রেলস্টেশন থাকা হকারদের মধ্যে। জানা গিয়েছে, জনবহুল স্টেশনে কয়েকশো দোকান রয়েছে। কারও দোকানের বয়স ৫০, কারও ১০ বা ২০ বছর। দোকানের উপরেই ভরসা করে রুটিরুজি চলে হকারদের। নোটিশ পাওয়ার পরেই মাথায় হাত প্রত্যেকেরই। বসিরহাটের ভ্যাবলা রেল স্টেশনে ব্যবসায়ী রমেশ চ্যাটার্জী বলেন, রেলের সুরক্ষা নিয়ে আমরা সব সময় সর্বদা কাজ করে চলেছি। যাত্রীতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়। এমনকি নৈশ্যপ্রহরীর জন্য আমরা চাঁদা তুলে নিরাপত্তার ব্যবস্থা করেছি। স্টেশন চত্বরে দোকানের উপর আমাদের জীবন-জীবিকা নির্ভর করে। আগামী দিনে আমরা কী করব বুঝে উঠতে পারছি না। হকাররা জানান, শিয়ালদা ডিভিশন থেকে এসে প্রতিটা দোকানের গায়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আরেক হকারের কথায়, "সাধারণ মানুষ থেকে ট্রেনের নিত্যযাত্রীরা আমাদের পাশে থাকুক। সহানুভূতির মধ্য দিয়ে আমরা এই আবেদন জানাচ্ছি।" হকারদের পাশে এসে দাঁড়িয়েছে স্থানীয় আইএনটিটিইউসি সংগঠন। হকার উচ্ছেদের বিষয় নিয়ে বসিরহাট তৃণমূলের আইএনটিটিইউসি সভাপতি কৌশিক দত্ত, শ্রমিক নেতা হাফিজ আহমেদ হকারদের পাশে দাঁড়িয়ে এই উচ্ছেদের বিরোধিতা করেছেন। সভাপতি কৌশিক দত্ত জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করে হকারদের উচ্ছেদ করছে। তাদের ভাতে মারার চেষ্টা করছে। হকারদের পাশে আছে। তাদের সঙ্গে নিয়ে একটা প্রতিবাদ বিক্ষোভ মিছিল করা হয়েছে ইতিমধ্যে। হকারদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে উচ্ছেদ করা হোক, প্রতিবাদ বিক্ষোভের মধ্য দিয়ে এই দাবি তোলেন শ্রমিক সংগঠনের কর্মীরা।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/am21xzc
Previous article
Next article
Leave Comments
Post a Comment