Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/eEDWLk7
বিদ্রোহী কবিয়ালের হুমকি বিজেপিকেই https://ift.tt/d6f4vlP

এই সময়, কৃষ্ণনগর: ২০২৪ সালের আগে সিএএ লাগু না হলে বিজেপির () জন্য একটা ভোটও চাইতে যাবেন না বলে স্পষ্ট জানালেন হরিণঘাটার বিজেপি বিধায়ক ()। নিজের ইউটিউব চ্যানেলে (অসীম বাংলা) হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের 'সম্মানরক্ষার' ডাক দিয়ে সম্প্রতি গান বেঁধেছেন কবিয়াল অসীম। তিনি যে 'বাপের ব্যাটা' সেকথা বোঝাতে নিজের চ্যানেলে অসীম বলেছেন, '২০২৪ সালের আগে যদি সিএএ লাগু না হয়, উদ্বাস্তুরা যদি মুক্তি না পান, বিজেপির জন্য একটা ভোটও চাইতে যেতে পারব না।' নিয়ে বিজেপি বিধায়কের মন্তব্যে ফের সমালোচনে করেছে । কবির লড়াইয়ের ঢঙেই ফের রাজনৈতিক লড়াই জমে উঠেছে নদিয়ায় তৃণমূলের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, 'সিএএ কোনদিনই লাগু হবে না। এটা বিজেপির রাজনৈতিক চমক ছাড়া কিছু নয়। তাই বিজেপি বিধায়ক অসীমবাবুকে বলব, আপনি নিশ্চিত থাকুন, ২০২৪ সালে আপনাকে পদ্মফুলের জন্য ভোট চাইতে যেতে হবে না। আশা করব, আপনি আপনার কথা রাখতে পারবেন।' ক'দিন আগে নবদ্বীপ ব্লকের কানাইনগরের গুরুচাঁদপল্লিতে মতুয়াদের একটি সভামঞ্চ থেকে সিএএ কার্যকর করার পক্ষে জোরালো সওয়াল করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মতুয়া ভোট ধরে রাখতে সিএএ-কেই হাতিয়ার করার কথা বলেছিলেন তিনি। 'আর বেশিদিন অপেক্ষায় থাকতে হবে না' বলেও আসার কথা শুনিয়েছিলেন তিনি। এবার তাঁর দলের বিধায়ক কবিয়াল অসীম সরকার সিএএ নিয়ে চরম কথা শুনিয়ে দিয়েছেন নিজের দলকে। যা শুনে দলের অনেকেই বলছেন, এত বড় কথা এখনই না বললে ভালো হতো। কল্যাণীর বাসিন্দা ও বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সদস্য শুকদেব মাইতি বলেন, 'সিএএ লাগু হবেই। আইন পাস হয়ে গিয়েছে। সেটা তিনি জানেন। সাধারণ মানুষও জানেন। তবে রাজ্যে বিরোধী সরকার থাকায় হয়তো সময় লাগবে।'
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/eEDWLk7
Previous article
Next article
Leave Comments
Post a Comment