Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/pNLEPxK
আর কতদিন? টিম ইন্ডিয়ায় রাহুলের 'জামাই আদর' নিয়ে তোলপাড় দেশ https://ift.tt/ky47xh0

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া ইতিমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। শুক্রবার থেকে রোহিত ব্রিগেড দিল্লিতে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামছে। এই ম্যাচেও ভারতের জয়ের পূর্ণ সম্ভাবনা রয়েছে। চেষ্টা করা হবে যাতে তিন দিনের মধ্যেই ফলাফল নির্ধারণ করা যেতে পারে। কিন্তু দলের টপ অর্ডার নিয়ে এখনও যথেষ্ট চিন্তা রয়েছে। বহুদিন ধরে বড় রান করতে পারছেন না ভারতীয় ক্রিকেট দলের ওপেনার কেএল রাহুল। এটা যথেষ্ট চিন্তারই বিষয়। কোটলার উইকেটে সকাল সাড়ে ৯টা থেকে এই ম্যাচ শুরু হতে চলেছে।৩০ বছর বয়সি রাহুলকে অনেকটাই সময় দেওয়া হয়েছে। কারণ শুভমান গিল বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন। কিন্তু, তারপরও তাঁকে অপেক্ষা করতে হচ্ছে। রাহুল তাঁর ৪৬ টেস্ট ম্যাচের কেরিয়ারে সুযোগের সেভাবে ফায়দা তুলতে পারেননি। পাশাপাশি তাঁর ব্যাটিং গড়ও ৩৪.০৭। যদি এই টেস্ট ম্যাচে রাহুল ব্যাট হাতে ব্যর্থ হন, তাহলে শেষ দুটো টেস্ট ম্যাচে কর্নাটকের এই ব্যাটারকে আর সুযোগ দেওয়া হবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই কথা উঠতে শুরু করেছে। পাশাপাশি নাগপুরে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে যথেষ্ট চাপের মধ্যে রেখেছিলেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু, অরুণ জেটলি স্টেডিয়ামের উইকেট অমন ঘূর্ণি হবে কি না, সেইদিকেও নজর রাখা হচ্ছে। এখনই এই ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। অস্ট্রেলিয়া ক্রিকেট দল ভালো ব্যাটিং করতে না পারলে, ম্যাচটা পাঁচদিন ধরে টেনে নিয়ে যাওয়া যথেষ্ট চাপের হবে। দিল্লির উইকেটে আর্দ্রতা কমে গেলেই, পিচ একেবারে নির্জীব হয়ে যাবে।ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় বিনা সংশয়ে স্বীকার করে নিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ (বর্তমানে চোট পেয়ে দলের বাইরে) এবং শ্রেয়স আইয়ারকে (ফিট) যতটা বেশি সম্ভব সুযোগ দেওয়া হবে, ততই ভারতকে এই সংকট থেকে মুক্তি দেওয়া যাবে।ভারতীয় ক্রিকেট দল :রোহিত শর্মা (অধিনায়ক), , চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, সূর্যকুমার যাদব, উমেশ যাদব, ঈশান কিষান (উইকেটকিপার)।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/pNLEPxK
Previous article
Next article
Leave Comments
Post a Comment