ফের TMC-র গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত জামুরিয়া, বোমাবাজির অভিযোগে গ্রেফতার ৭ https://ift.tt/6g84qzk - MAS News bengali

ফের TMC-র গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত জামুরিয়া, বোমাবাজির অভিযোগে গ্রেফতার ৭ https://ift.tt/6g84qzk

তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) জামুড়িয়ার (Jamuriya) শ্যামলা অঞ্চলের ফরফরি গ্রাম। সংঘর্ষের জেরে তৃণমূল ছাত্র পরিষদের দলীয় অফিসে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। ঘটনায় দু’জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের স্থানীয় বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পাণ্ডবেশ্বর থানার (Pandabeswar Police station) পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত জামুরিয়া দু'নম্বর ব্লকের শ্যামলা ফরফরি এলাকায় একটি পার্টি অফিসকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূল শীর্ষ সংগঠনের লোকেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে বলে অভিযোগ। এলাকায় বোমাবাজির অভিযোগ। সংঘর্ষে আহত হন দুই পক্ষের বেশ কয়েকজন। ঘটনাস্থলে যায় পাণ্ডবেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী। সোমবার সকাল থেকেই এলাকা থমথমে হয়ে রয়েছে। বসানো হয়েছে পুলিশ পিকেট। গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনার জেরে রবিবার রাত্রে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ২৭ জনের নামে FIR দায়ের করেছে। এছাড়াও ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত সাতজনের মধ্যে রয়েছে শ্যামলা গ্রামের তৃণমূল প্রধান কাজলী মণ্ডলের স্বামী গ্রেস মণ্ডল। ধৃত ব্যক্তিদের সোমবার দুর্গাপুর আদালতে (Durgapur Court) তোলা হয়। পুলিশ মহামান্য আদালতের কাছে ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে জানা যায়। TMCP সদস্যদের দাবি, ফরফরি গ্রামে কয়েকদিন আগে TMCP-র একটি কার্যালয়ের উদ্বোধন করেন বিধায়ক হরেরাম সিং। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গিয়েছে, ওই এলাকায় TMCP ছাত্র পরিষদের ওই দলীয় অফিসের আগে একটি স্বাস্থ্যকেন্দ্র ছিল। জামুরিয়ার ওই স্বাস্থ্য কেন্দ্র দলীয় পার্টি অফিস হওয়াকে কেন্দ্র করেই বিবাদ তৈরি হয়। TMCP এক সদস্যের দাবি, "স্থানীয় বিধায়ক থেকে শুরু করে সমস্ত নেতাদের অনুমতি নিয়ে আমরা এই পার্টি অফিস করেছি। এরপরেও আমাদের সঙ্গে ওরা অশান্তি করছে।" স্থানীয় সূত্রে খবর, তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বের সঙ্গে তৃণমূল কংগ্রেস শীর্ষ গোষ্ঠীর নেতাদের গোষ্ঠীদ্বন্দ্ব অনেকদিন থেকেই রয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের ওই কার্যালয়ের উদ্বোধনের পর থেকে দলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা আরও বাড়তে থাকে বলে অভিযোগ। রবিবার ওই কার্যালয়ে কিছু দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের। হামলার পরই প্রতিবাদে নামে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। অভিযোগ, সেইসময় বোমাবাজি করে পালায় দুষ্কৃতীরা। ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এলাকা উত্তপ্ত থাকার কারণে সোমবার সকাল থেকেই গোটা এলাকায় পুলিশি প্রহরা চলতে থাকে। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এ হেন ঘটনায় এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর। পাণ্ডবেশ্বর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/FGntywX

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads