"আমি রতন টাটা বলছি, আপনার সঙ্গে দেখা করতে পারি?" https://ift.tt/Q6J5Woa - MAS News bengali

"আমি রতন টাটা বলছি, আপনার সঙ্গে দেখা করতে পারি?" https://ift.tt/Q6J5Woa

Ratan Tata: মাত্র একটা ফোন কল ও স্বাক্ষাতের অফার। তাতেই বদলে গেল একটি স্টার্টআপের ভাগ্য। যে স্টার্টআপটির কথা বলা হচ্ছে, সেটি এখন পৌঁছে গিয়েছে এক নয়া উচ্চতায়। এটা কোনও রিল বা সিনেমার গল্প নয়। এটি একেবারেই বাস্তব ঘটনা। এই ফোন কলটি করেছেন দেশের অন্যতম শিল্পপতি ও দেশবাসীর নয়নমণি এবং যে স্টার্টআপটি সাফল্যের মুখ দেখেছে সেটি হল রেপোজ এনার্জি ()। স্টার্টআপটি ই-ভেহিকেল লঞ্চ করে ফেলেছে এই স্টার্টআপটিতে বিনিয়োগ করেছেন রতন টাটাও। বর্তমানে পুনে-ভিত্তিক এই স্টার্টআপটি 'মোবাইল ইলেকট্রিক চার্জিং ভেহিকল' চালু করেছে। এই স্টার্টআপের প্রতিষ্ঠাতা অদিতি ভোসলে ওয়ালুঞ্জ এবং চেতন ওয়ালুনজ জানিয়েছেন কী ভাবে, তাঁদের ভাগ্য বদলে গেল। তাঁরা জানিয়েছেন, তাঁরা আগে থেকেই স্বপ্ন দেখতেন, যে রতন টাটা তাঁদের ব্যবসায় ডিরেক্টর হিসেবে থাকছেন। ফোনের গল্প শেয়ার করেছেন প্রতিষ্ঠাতারা রেপোজ এনার্জির প্রতিষ্ঠাতা অদিতি ভোসলে নিজের Linkdin অ্যাকাউন্টে এই তথ্য শেয়ার করেছেন। তিনি লেখেন, "আমি এবং চেতন যখন স্টার্টআপ শুরু করি তখন, ইচ্ছা ছিল রতন টাটাকে মেন্টর হিসেবে পাওয়ার। সবাই এই শুনে বলেছিল, ওঁর সঙ্গে দেখা করা অসম্ভব।" যদিও এতে থেমে থাকেনি স্টার্টআপ। বরং ধীরে ধীরে নিজের লক্ষ্যে এগোতে থাকে। 12 ঘণ্টা বাইরে অপেক্ষা করেছেন রতন টাটার সঙ্গে দেখা করার ইচ্ছা তাঁদের ছিলই। সে কারণে, তাঁরা চিঠিও লেখেন। কিন্তু তাতে উত্তর না পেয়ে অদিতি ও চেতন রতন টাটার সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে পৌঁছান। দুজনেই প্রায় 12 ঘন্টা বাড়ির বাইরে অপেক্ষাও করেন। যদিও এরপরেও তাঁরা দেখা পাননি। শেষমেশ ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসেন দুজনে। তবে তখন দেখা না পেলেও হোটেলে ফিরে চমকে যান তাঁরা। হোটেলে একটি ফোন আসে। ফোনে বলা হয়, "হ্যালো, আমি কি অদিতির সঙ্গে কথা বলতে পারি?" এর উত্তরে অদিতি জানতে চান, "আপনি কে বলছেন?" তখন ফোনের ওপ্রান্ত থেকে উত্তর আসে, "আমি রতন টাটা বলছি, তোমার চিঠি পেয়েছি, দেখা করতে পারি?" পরের দিন অদিতি ও চেতন টাটা গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে নিজেদের পরিকল্পনার কথা জানান। 2019 সালে ও 2022 সালে এই স্টার্টআপ টাটা গ্রুপ থেকে পুঁজিও বিনিয়োগ হিসেবে পায়। 20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/CMQjRn6

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads