নদিয়ায় পাচারকারীদের গুলিতে জখম বিএসএফ জওয়ান, উদ্ধার বিপুল পরিমাণ ফেনসিডিল https://ift.tt/azwD9XK - MAS News bengali

নদিয়ায় পাচারকারীদের গুলিতে জখম বিএসএফ জওয়ান, উদ্ধার বিপুল পরিমাণ ফেনসিডিল https://ift.tt/azwD9XK

পাচারকারীদের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে পাচারকারীদের গুলিতেই গুরুতর জখম হলেন BSF-এর ৮২ নম্বর ব্যাটেলিয়ানের এক জওয়ান। ওই জওয়ানের নাম সতীশ কুমার। ঘটনাটি ঘটেছে নদিয়ার () চাপড়া থানার ঝান্টি পাড়া এলাকায়। ওই এলাকার এক বাসিন্দা সফিক শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল বিএসএফের () একটি দল। অভিযোগ, তল্লাশি চলাকালীন তার বাড়ি থেকে বেশ কিছু উদ্ধার করা হয়। এরপরই পাচারকারীরা বিএসএফকে লক্ষ্য করে গুলি চালায়। তখনই গুলিবিদ্ধ হন ওই জওয়ান। এরপরই বিএসএফ পালটা শূন্যে গুলি চালায়। জখম জওয়ানকে প্রথমে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে থেকে শক্তিনগর জেলা হাসপাতালে () স্থানান্তরিত করা হয় তাঁকে। সীমান্ত রক্ষীবাহিনী সূত্রে খবর, ফেন্সিডিল পাচারকারীরা এলাকায় সক্রিয় হয়েছিল। সেই পাচারকারীদের রোখার চেষ্টা করেছিল বিএসএফ। সোমবার বিকাল সাড়ে ৪টে নাগাদ নদিয়া জেলার চাপড়া থানা এলাকার সিকরা কলোনি এলাকায় এই ঘটনা ঘটে। পাচারকারীরা সশস্ত্র অবস্থায় ছিল বলে অভিযোগ। গোপন সূত্র থেকে খবর পেয়ে বিএসএফের একটি দল সোমবার প্রায় সাড়ে ৪ টে নাগাদ সিকরা কলোনি এলাকায় পৌঁছে গিয়েছিল। সেই সময় বিএসএফ সদস্যরা গ্রামের বাসিন্দা ও বাড়িওয়ালার ভাইকে ওই বাড়ির ভিতরে নিয়ে যায়। এদিকে সুযোগ পেয়েই বাড়িওয়ালা পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর ওই বাড়িতে তল্লাশি চালায় বিএসএফ। তখনই সেখান থেকে ২০ থেকে ২১ বস্তা ও কার্টুনে প্রচুর পরিমাণে ফেনসিডিলের বোতল উদ্ধার করে। তল্লাশি চলার সময় ১৫-২০ জন মুখোশধারী চোরাকারবারী বিএসএফ পার্টিকে লক্ষ্য করে দেশীয় তৈরি পিস্তল ও বন্দুক দিয়ে নির্বিচারে গুলি ছুড়তে থাকে। যদিও তার পালটা হিসেবে সেখানে উপস্থিত নারী ও শিশুদের কথা মাথায় রেখে গুলি চালায়নি বিএসএফ। এরপর শূন্যে গুলিয়ে চালায় তারা। এদিকে, সশস্ত্র চোরাকারবারীদের গুলিতে একজন বিএসএফ জওয়ান সতীশ কুমার গুরুতর জখম হন। এরপর সঙ্গে সঙ্গে তাঁকে প্রথমে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। যদিও এই ঘটনায় সশস্ত্র চোরাকারবারীদের ধরা সম্ভব হয়নি। যদিও সেখান থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়। সেগুলি উদ্ধার করে নিয়ে যায় বিএসএফ। এদিকে বিগতদিনে কোচবিহার সীমান্তেও পাচারকারীদের রুখতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছিল বিএসএফকে। এমনকী বিএসএফের গুলিতে পাচারকারীর মৃত্যুর একাধিক নজিরও রয়েছে।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/bmyo7wP

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads