'চুবতি জ্বলতি গরম' থেকে মুক্তি কবে? বর্ষার অপেক্ষায় শহরবাসী https://ift.tt/pM1ROAj - MAS News bengali

'চুবতি জ্বলতি গরম' থেকে মুক্তি কবে? বর্ষার অপেক্ষায় শহরবাসী https://ift.tt/pM1ROAj

বর্ষার জন্য কার্যত চাতক পাখির মতো অপেক্ষায় রয়েছে শহরবাসী। 'ক্যালকাটা এখন ভেরি হট'। ফলে প্যাচপ্যাচে ঘাম আর জ্বালাপোড়া গরমই এখন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এমত অবস্থায় আলিপুর আবহাওয়া দফতর থেকে 'শুভ ইঙ্গিত'-এর আশায় রয়েছেন সকলেই। বর্ষা নিয়ে কী আপডেট দিচ্ছে হাওয়া অফিস? প্রবল গরম থেকে রাজ্যবাসীকে মুক্তি দিতে আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গে বর্ষা সক্রিয় হলেও দক্ষিণবঙ্গে তেমনটা নয়। আশা করা হচ্ছে আগামী দু'দিনের মধ্য়ে এই অবস্থার কিছুটা পরিবর্তন হবে। তবে দক্ষিণবঙ্গে বর্ষা খানিকটা দুর্বল হয়েই ঢুকবে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। বিশেষ করে আগামী ২৪ ঘণ্টা পর দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/7CoFWUx

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads