ত্রিপুরাবাসীর মন জিততে TMC-র প্রচারে চাঁদের হাঁট! কারা থাকছেন? https://ift.tt/RUHWqfs - MAS News bengali

ত্রিপুরাবাসীর মন জিততে TMC-র প্রচারে চাঁদের হাঁট! কারা থাকছেন? https://ift.tt/RUHWqfs

আগামী ২৩ জুন ত্রিপুরার চারটি কেন্দ্রে উপনির্বাচন ()। এই নির্বাচনকে লক্ষ্য করেই প্রচারে ঝাঁপিয়ে পড়ছে তৃণমূল (TMC)। বিধানসভা উপনির্বাচনের প্রচার করতে মঙ্গলবার ত্রিপুরায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ()। এদিকে, ত্রিপুরার উপনির্বাচনে নিজেদের তারকা প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করল ঘাস শিবির। সেই তালিকায় রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় () থেকে শুরু করে টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীও। যাঁদের অনেকেই গত বছর বিধানসভা নির্বাচনে লড়াই করেছেন তৃণমূলের হয়ে। তালিকায় আছেন বিধায়ক, মন্ত্রীরাও। আগামী বছর ত্রিপুরার বিধানসভা নির্বাচন। সেখানে সরকার গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে তৃণমূল। তার আগে এই উপনির্বাচনে নিজেদের শক্তি পরীক্ষা করতে চাইছে তারা। এবার ভোটে চারটি কেন্দ্রেই লড়াই করছে তৃণমূল। লড়াই হচ্ছে আগরতলা, সুরমা, যুবরাজনগর এবং টাউন বড়দোয়ালি আসনে। টাউন বড়দোয়ালি কেন্দ্র থেকে লড়াই করছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন তৃণমূল নেতা কুণাল ঘোষ, তাঁদের লক্ষ্য ত্রিপুরার সরকারে বদল নিয়ে আসা। তিনি বলেন, “ এই লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি। মঙ্গলবার আগরতলায় রোড-শো করার পরে একটি সভা করবেন অভিষেক। আমরা চাইছি আবার ২০ তারিখে তিনি এখানে এসে দুটি বড় জনসভা করুন।” অন্যদিকে, সোমবারই এই রাজ্যের জন্য ২৭ জন ‘তারকা প্রচারকের’ নামের তালিকা প্রকাশ করেছে তৃণমূল। ওই নামের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে। কে কবে যাবেন তার উল্লেখ করা হয় নি। ওই চিঠি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee। তাতে জানানো হয়েছে, ত্রিপুরার উপনির্বাচনে প্রচারে যাবেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিনেতা তথা সাংসদ শত্রুঘ্ন সিনহা এবং মিমি চক্রবর্তী। সেখানে প্রচারে যাবে সাংসদ দীপক অধিকারী ওরফে দেব, সায়নী ঘোষ, জুন মালিয়া, অদিতি মুন্সী, সোহম চক্রবর্তী , সায়ন্তিকা , কৌশানী মুখোপাধ্যায়রা। টলিউডের এই অভিনেতাদের অনেকেই সাংসদ এবং বিধায়ক । ত্রিপুরার মানুষের মন জয় করতে এদের ওপরেও ভরসা রাখছে তৃণমূল। তাঁরা ছাড়াও ত্রিপুরার উপনির্বাচনে তারকা প্রচারক হিসাবে নাম আছে সৌগত রায়, ফিরহাদ হাকিম, মুকুল সাংমা, রিপুন বোরা, সুস্মিতা দেবদের। অভিষেক চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে জানিয়েছেন কারা তাঁদের দলের তারকা প্রচারক। তবে, কে কোন কেন্দ্র কবে প্রচারে যাবেন তা জানানো হয় নি। এদিকে কুণাল জানান, সেখানে মানুষ তাঁদেরকে সমর্থন করতে শুরু করেছে। এবার বাংলার মতই সেই রাজ্যেও উন্নয়ন করতে চাইছে তৃণমূল।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/RtlFXVN

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads