''তুমি মায়ের মতো'', সিপিআইএম পার্টি কংগ্রেসে বেঙ্গল লবির মধ্যমণি মীনাক্ষী https://ift.tt/VQJSIj8 - MAS News bengali

''তুমি মায়ের মতো'', সিপিআইএম পার্টি কংগ্রেসে বেঙ্গল লবির মধ্যমণি মীনাক্ষী https://ift.tt/VQJSIj8

কেরালার কান্নুরে শুরু হয়েছে CPIM-এর ২৩তম পার্টি কংগ্রেস। আর এই প্রথম পলিব্যুরো এবং রাজ্য কমিটির প্রবীণ সদস্যরা ছাড়াও পার্টি কংগ্রেসে যোগদান করেছেনে কলকাতার তরুণ নেতারা। আর সকলের মধ্যে আলাদা করে নজর কাড়ছেন ()। এই বামনেত্রীর লড়াকু মানসিককতাকে কর্নিশ জানাচ্ছেন ভিন রাজ্যের কমরেডরা। মীনাক্ষী মুখোপাধ্যায়। ২৩তম পার্টি কংগ্রেসে এই প্রথম অংশ নেওয়ার সুযোগ মিলল DYFI সাধারণ সম্পাদকের। আর শুরুতেই তিনি হয়ে উঠেছেন মধ্যমণি। কেরালাতেও বেঙ্গল লবির সবচেয়ে উজ্জ্বলতম প্রতিনিধি হয়ে উঠেচেন বাংলার মেয়ে । পার্টি কংগ্রেসের দ্বিতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার CPIM-এর দলীয় মুখপাত্র গণশক্তিতে উল্লেখ করা হয়েছে, ছাত্র-যুবদের আন্দোলনের কথা জেনেছে গোটা দেশ। রাজ্যে লড়াই, অত্যাচারের বিরুদ্ধে তাঁদের পথে নামতে দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রেই আন্দোসন কর্মসূচিগুলির নেতৃত্ব দিতে দেখা গিয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়। আনিস খানের ঘটনায় তাঁকে জেলবন্দি করে রাখা হয়েছি। তাঁর এই লড়াই গোটা দেশে দেখেছে। ত্রিপুরার এক প্রতিনিধি বলেন, ''তুমি মায়ের মতো...। এরকমই মা ভালো মা সর্বদা।'' মধ্যপ্রদেশের এক মহিলা প্রতিনিধি মীনাক্ষীকে দেখেই বুকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, ''তোমাকে আমরা সকলেই মিনি টিভি।'' ওডিশার এক প্রবীণ নেতা বলেন, ''তোমারে সেলাম।'' কেবলমাত্র এই নয়, র সঙ্গে ছবি তোলার জন্য ভিড় জমাতে দেখা যায় অল্পবয়স্ক তরুণ-তরুণীদের। বাংলা তেকে প্রায় ১০০ জনেরও বেশি প্রতিনিধি উপস্থিত রয়েছেন কান্নুরে। তাঁদের মধ্যে মধ্যমণি হয়ে উঠেছেন মীনক্ষী। চলতি পার্টি কংগ্রেসে যে রাজ্য কমিটি তৈরি করা হবে, সেখানে মীনাক্ষী সহ তরুণ নেতারা জায়গা পান কিনা, সেটাই একন দেখার। গত বুধবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কান্নুরে শুরু হয়েছে ২৩ তম পার্টি কংগ্রেস। চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত। কংগ্রেস শেষে নির্ধারিত হবে পলিটব্যুরো কমিটি। নির্ধারিত হবে নতুন সেন্ট্রাল কমিটি। ইতিমধ্যেই বিভিন্ন কমিটিতে থাকার ক্ষেত্রে বয়সের সীমা নির্দিষ্ট করে দিয়েছে দল। সেই হিসাবেই এবার বাদ পড়তে পারেন বিমান বসুর নাম। ফাঁকা রয়েছে প্রয়াত নেতা শ্যামল চক্রবর্তীর জায়গা। সেই জায়গায় নতুন কে আসবেন তাও নজরে থাকবে। বয়সের কারণে সরে যাওয়ার কথা হান্নান মোল্লা, সূর্যকান্ত মিশ্ররাও। তরুণ প্রজন্মের মধ্যে সেন্ট্রাল কমিটিতে কারা জায়গা পেতে পারেন, তা নিয়েও কাটাছেঁড়া চলছে। জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়, ময়ূখ বিশ্বাস, সৃজন ভট্টাচার্য, দীপ্সিতা ধরের মতো নেতারা। কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত সদস্য হতে পারেন অশোক ভট্টাচার্য।


from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/pSRId0W
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads