উত্তরবঙ্গে আজও চলবে বৃষ্টিপাত, রবিবারই হাওয়া বদল? https://ift.tt/iSscmRe - MAS News bengali

উত্তরবঙ্গে আজও চলবে বৃষ্টিপাত, রবিবারই হাওয়া বদল? https://ift.tt/iSscmRe

উত্তরবঙ্গে চলছে বৃষ্টিপাত। কিন্তু, দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। চৈত্রে এই গরমে রীতিমতো অস্বস্তিতে সাধারণ মানুষ। সেক্ষেত্রে কবে হবে বৃষ্টিপাত? প্রশ্ন সাধারণ মানুষের। বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হয়নি। শুক্রবার কি বদলাবে আবহাওয়া? আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই আগামী ৪৮ ঘণ্টায়। কলকাতা সহ উপকূলের জেলাগুলির আকাশ থাকবে আংশিক মেঘলা। তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। বিহার সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে, রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি আপাতত নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আপেক্ষিক আদ্রতা বাড়াবে অস্বস্তি। তবে আগামী ৪৮ ঘণ্টায় জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? উত্তরবঙ্গের জেলাগুলিতে বিগত কয়েকদিন ধরেই চলছে বৃষ্টিপাত। অবস্থার বিশেষ পরিবর্তন হবে না। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে বৃষ্টিপাত হবে। আপাতত আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না। রবিবার হাওয়া বদলের সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কেমন থাকবে ? কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। সম্ভাবনা নেই বৃষ্টিপাতের। গতকাল শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য অস্বস্তি বাড়াচ্ছে। আগামী দু’দিনে কলকাতার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে রাজ্যে কী রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা? এই প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ ড. সুজীব কর বলেন, “আগামী দু’একদিনের মধ্যে দক্ষিণবঙ্গে কালবৈশাখী হতে পারে। যদিও তা খুব একটা স্পষ্ট নয়। কিন্তু, যেভাবে রাজ্যে জলীয় বাষ্প প্রবেশ করছে তাতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।” যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আবহাওয়া দফতরের তরফে কোনও মন্তব্য করা হয়নি। আগামী কয়েকদিন রাজ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না বলে জানাচ্ছে হাওয়া অফিস। এদিকে রবিবার পর্যন্ত প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচলপ্রদেশ, অসম ও মেঘালয়ে। এছাড়াও মনিপুর, মিজোরাম, ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। রাজস্থানের পশ্চিমে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। তাপপ্রবাহ চলবে রাজস্থান, হরিয়ানা, দিল্লি ও উত্তরপ্রদেশে। মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে মধ্যপ্রদেশ ও গুজরাটে। পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।


from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/itC0sfX
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads